বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটতে হবে না আর! এলাকাতেই মিলবে উন্নত চিকিৎসা পরিষেবা... জেলাপরিষদের পরিদর্শনে মিলল আশ্বাস

Last Updated:

স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখে সভাধিপতি জানান, 'সব দিক পরিদর্শন করা হল। খুব শিগগিরই স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন শুরু হবে। আরও পরিষেবা যাতে সাধারণ মানুষ পান, সেই লক্ষ্যে জেলা পরিষদ উদ্যোগ নিচ্ছে।' স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এই উন্নয়ন কাজ শুরু হলে বহুদিনের ভোগান্তি দূর হবে এবং গুসকরা স্বাস্থ্যকেন্দ্র ফের স্বাভাবিক পরিষেবা দিতে সক্ষম হবে।

ভোটের আগেই শুরু হবে কাজ!জেলাপরিষদের পরিদর্শনে মিলল আশ্বাস
ভোটের আগেই শুরু হবে কাজ!জেলাপরিষদের পরিদর্শনে মিলল আশ্বাস
পূর্ব বর্ধমান: আর ছোটখাটো অসুস্থতায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটতে হবে না আর। এলাকাতেই উন্নত চিকিৎসা পরিকাঠামো পাবেন গুসকরা ও তার আশপাশের বাসিন্দারা। গুসকরা প্রাথমিক  স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোর উন্নয়ন হতে চলেছে। সেই কাজ দ্রুত সম্পূর্ণ হবে বলে আশা করছেন বাসিন্দারা।
অবস্থানগত দিক দিয়ে বর্ধমানের গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ। গুসকরা ও তার আশপাশের বাসিন্দারা তো বটেই, আউশগ্রাম ও ভাতারের একটা বড় অংশের বাসিন্দারা এই স্বাস্থ্য কেন্দ্রের ওপর নির্ভরশীল। কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্রে তেমন চিকিৎসা পরিকাঠামো না থাকায় তিরিশ কিলোমিটার বা তার বেশি পথ পেরিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে হয় রোগীদের। তাই এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের দাবি দীর্ঘদিনের। খুব তাড়াতাড়ি সেই কাজ হবে বলে আশ্বাস দিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার।
advertisement
advertisement
বুধবার স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে গিয়ে এই আশ্বাস দেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি। এলাকার বাসিন্দারা বলছেন, গুসকরা ও পার্শ্ববর্তী এলাকার প্রায় লক্ষাধিক মানুষের নির্ভরতার জায়গা এই স্বাস্থ্যকেন্দ্র। অথচ দীর্ঘদিন ধরেই পরিকাঠামোগত বিভিন্ন সমস্যা ও কঙ্কালসার চেহারায় তীব্র অসন্তুষ্ট সকলে। প্রতিদিন বহির্বিভাগে শতাধিক রোগী চিকিৎসার জন্য আসলেও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে বহু সমস্যার মুখে পড়তে হয় রোগী ও তাদের পরিজনদের। বুধবারের পরিদর্শনে সভাধিপতির সঙ্গে উপস্থিত ছিলেন গুসকরা পৌরসভার পৌরপ্রধান কুশল মুখোপাধ্য়ায়, আউশগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায়, জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়-সহ প্রশাসনের অন্য আধিকারিকেরা।
advertisement
স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখে সভাধিপতি জানান, ‘সব দিক পরিদর্শন করা হল। খুব শিগগিরই স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন শুরু হবে। আরও পরিষেবা যাতে সাধারণ মানুষ পান, সেই লক্ষ্যে জেলা পরিষদ উদ্যোগ নিচ্ছে।’ স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এই উন্নয়ন কাজ শুরু হলে বহুদিনের ভোগান্তি দূর হবে এবং গুসকরা স্বাস্থ্যকেন্দ্র ফের স্বাভাবিক পরিষেবা দিতে সক্ষম হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটতে হবে না আর! এলাকাতেই মিলবে উন্নত চিকিৎসা পরিষেবা... জেলাপরিষদের পরিদর্শনে মিলল আশ্বাস
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement