Sheikh Hasina: ‘মা-কে খুন করে দিত, ভারত না থাকলে...,’ মোদির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ শেখ হাসিনার ছেলের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সাজীবের কথায়, ‘‘আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের কাছ আজীবন কৃতজ্ঞ থাকব আমার মায়ের জীবন বাঁচানোর জন্য৷’’
ওয়াশিংটন: ২০২৪ সালের জুলাই বিপ্লবের চরম অশান্ত মুহূর্তে তাঁর মাকে হত্যা করার চক্রান্ত করা হয়েছিল৷ কিন্তু, ভারত সরকারের কারণেই তা আটকানো সম্ভব হয়৷ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পরে এই প্রথম সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন হাসিনা পুত্র সাজীব ওয়াজেদ৷
সাজীব, যাঁকে হাসিনার পরবর্তী রাজনৈতিক উত্তরসূরী হিসাবে মনে করা হয়, সেই জয় ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘‘ভারত সবসময় খুব ভাল বন্ধু৷ সঙ্কটের মুহূর্তে, ভারত আমার মায়েরা প্রাণ বাঁচিয়েছে৷ সময়মতো উনি বাংলাদেশ ছেড়ে বেরতে না পারলে সন্ত্রাসীরা ওঁকে মেরে দিত৷’’
সাজীবের কথায়, ‘‘আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের কাছ আজীবন কৃতজ্ঞ থাকব আমার মায়ের জীবন বাঁচানোর জন্য৷’’
advertisement
advertisement
জুলাই বিপ্লব চলাকালীন বিক্ষোভকারী ছাত্রদের উপরে নির্বিচারে দমন পীড়ন, হত্যা চালানোর অভিযোগে গত সোমবার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল৷ যদিও এই বিচারপ্রক্রিয়াকে প্রহসন ছাড়া আর কিছুই মানতে নারাজ হাসিনা পুত্র৷ তাঁর দাবি, বিচার নয়, প্রতিশোধ নিতেই এমন সাজা ঘোষণা করেছে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার৷
advertisement
সাজীবের কথায়, ‘‘আমার মাকে কোনও আইনজীবী নিয়োগ করতে দেওয়া হয়নি৷ তাঁর আইনজীবীদের আদালতে ঢুকতেই দেওয়া হয়নি৷ সাজা ঘোষণার আগে ১৭ জন বিচারককে সরিয়ে দেওয়া হয়েছে৷ নতুন বিচারক নিয়োগ করা হয়েছে৷ বেঞ্চে এমনও অনেকে ছিলেন যাঁদের বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই এবং তাঁরা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট৷ তাই, সেভাবে কোনও নিয়মই মানা হয়নি৷’’
advertisement
শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পরে নতুন করে নয়াদিল্লির কাছ থেকে হাসিনার প্রত্যর্পণের দাবি জানাবেন বাংলাদেশ৷ তাতে ফের ঢাকা-নয়াদিল্লির সম্পর্কে নতুন করে তিক্ততা আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এদিন এই প্রত্যর্পণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাজীব বলেন, ‘‘কোনও প্রত্যর্পণ হতে হলে নির্দিষ্ট বিচারবিভাগীয় প্রক্রিয়া মেনে চলতে হবে৷ ওখানে তো কোনও নির্বাচিত, সাংবিধানিক, আইনি সরকারই নেই৷ আমার মাকে দোষী সাব্যস্ত করতে ওরা আইন বদলেছে, মামলা ফাস্ট ট্র্যাকে এসেছে৷ এই আইন বেআইনি ভাবে বদলানো হয়েছে৷’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
November 19, 2025 10:09 AM IST

