TRENDING:

Purba Bardhaman News: ২২০০ কিলোমিটার পায়ে হেঁটে যাচ্ছেন মুম্বই, দেখা করবেন অক্ষয় কুমারের সঙ্গে!

Last Updated:

অক্ষয় কুমারের সেই বিখ্যাত সিনেমা খিলাড়িও কা খিলাড়ি মনে আছে তো। হ্যাঁ আজও অক্ষয় কুমার মানেই খিলাড়ি, এবার সেই বিখ্যাত খিলাড়ির সঙ্গে সুদুর মুম্বাইয়ে ২২ শো কিলোমিটার পথ পায়ে হেঁটে দেখা করতে যাচ্ছেন পূর্ব বর্ধমান মেমারি পার্লারোডের বাসিন্দার নীরুপ ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : অক্ষয় কুমারের সেই বিখ্যাত সিনেমা খিলাড়িও কা খিলাড়ি মনে আছে তো। হ্যাঁ আজও অক্ষয় কুমার মানেই খিলাড়ি, এবার সেই বিখ্যাত খিলাড়ির সঙ্গে সুদুর মুম্বাইয়ে ২২ শো কিলোমিটার পথ পায়ে হেঁটে দেখা করতে যাচ্ছেন পূর্ব বর্ধমান মেমারি বাসিন্দার নীরুপ ঘোষ। যাত্রাপথ কলকাতা থেকে মুম্বাই ভায়া ডানকুনি বোম্বে হাইওয়ে হয়ে সোজা মুম্বাই। ৪০ দিনে তিনি তাঁর গন্তব্যস্থলে পৌঁছবেন বলেই জানা গিয়েছে। অর্থাৎ মুম্বাই পৌঁছবেন নীরূপ।
advertisement

তিনি মূলত সেভ ড্রাইভ সেভ লাইফ সেভ ওয়াটার সেভ লাইফ এবং সেভ প্লান্ট সেফ ফিউচার এই তিনটি বার্তা নিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন মুম্বাই। পিঠে একটা বিশাল ব্যাগ মাথায় টুপি। পরনে জার্সি, তাতে সামনে অভিনেতা অক্ষয় কুমারের ছবি। আর জার্সির পিছনে লেখা কলকাতা টু মুম্বাই, ২২০০ শো কিলোমিটার, রানস ৪০ ডে'স। পিঠে একটি ব্যাগ তাতেই রয়েছে রাস্তায় থাকার জন্য প্রয়োজনীয় সামগ্রী। আর অবশ্যই নীরুপের ব্যাগের মাথায় উড়ছে ভারতের পতাকা।

advertisement

আরও পড়ুনঃ পদস্থ কর্তাদের আগমনেই হয় বর্ধমান স্টেশন পরিষ্কার! বাকি দিন নোংরা!

নীরূপের সঙ্গে থাকছে ড্রাই ফ্রুটস, জল, আর প্রয়োজনীয় ওষুধ, জামা কাপড়। এসব নিয়েই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিল পাল্লারোডের বাসিন্দা নীরূপ দীর্ঘ দু বছর ছুটে, হেঁটে বেরিয়েছিলেন তিনি। এরপর এদিন শুরু করলেন যাত্রা। বর্ধমান শহরের কার্জন গেটের সামনে থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে নমস্কার করে হাঁটতে শুরু করেন নীরূপ। রাস্তায় যেতে যেতে অনেকেই তাকে জানান শুভ কামনা।

advertisement

View More

 

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ২২০০ কিলোমিটার পায়ে হেঁটে যাচ্ছেন মুম্বই, দেখা করবেন অক্ষয় কুমারের সঙ্গে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল