তিনি মূলত সেভ ড্রাইভ সেভ লাইফ সেভ ওয়াটার সেভ লাইফ এবং সেভ প্লান্ট সেফ ফিউচার এই তিনটি বার্তা নিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন মুম্বাই। পিঠে একটা বিশাল ব্যাগ মাথায় টুপি। পরনে জার্সি, তাতে সামনে অভিনেতা অক্ষয় কুমারের ছবি। আর জার্সির পিছনে লেখা কলকাতা টু মুম্বাই, ২২০০ শো কিলোমিটার, রানস ৪০ ডে'স। পিঠে একটি ব্যাগ তাতেই রয়েছে রাস্তায় থাকার জন্য প্রয়োজনীয় সামগ্রী। আর অবশ্যই নীরুপের ব্যাগের মাথায় উড়ছে ভারতের পতাকা।
advertisement
আরও পড়ুনঃ পদস্থ কর্তাদের আগমনেই হয় বর্ধমান স্টেশন পরিষ্কার! বাকি দিন নোংরা!
নীরূপের সঙ্গে থাকছে ড্রাই ফ্রুটস, জল, আর প্রয়োজনীয় ওষুধ, জামা কাপড়। এসব নিয়েই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিল পাল্লারোডের বাসিন্দা নীরূপ । দীর্ঘ দু বছর ছুটে, হেঁটে বেরিয়েছিলেন তিনি। এরপর এদিন শুরু করলেন যাত্রা। বর্ধমান শহরের কার্জন গেটের সামনে থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে নমস্কার করে হাঁটতে শুরু করেন নীরূপ। রাস্তায় যেতে যেতে অনেকেই তাকে জানান শুভ কামনা।
Malobika Biswas