TRENDING:

Purba Bardhaman News: পুজোর আগে লোকসানের মুখে পূর্ব বর্ধমানের পদ্মচাষীরা

Last Updated:

টানা দু'বছর ব্যবসা একেবারে বন্ধ ছিল। তবে কোভিড বিধি শিথিল হলেও লাভ নয়, লোকসানের মুখে পদ্মচাষীরা। পূর্ব বর্ধমানের ভাতার, আউশগ্রাম, দেওয়ানদীঘি সহ জেলার সর্বত্রই কমবেশি পদ্মচাষ হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : টানা দু'বছর ব্যবসা একেবারে বন্ধ ছিল। তবে কোভিড বিধি শিথিল হলেও লাভ নয়, লোকসানের মুখে পদ্মচাষীরা। পূর্ব বর্ধমানের ভাতার, আউশগ্রাম, দেওয়ানদীঘি সহ জেলার সর্বত্রই কমবেশি পদ্মচাষ হয়। কিন্তু এবার বর্ষার শুরুতে অনাবৃষ্টির কারণে পুকুরে সেই ভাবে পদ্ম গাছ বেড়ে ওঠে নি। পুকুরের জলের অভাবে পদ্মগাছ শুকিয়ে যায়। এখন আবার ঠিক উল্টো চিত্র। লাগাতর বৃষ্টির জন্য পদ্মফুল পচে নষ্ট হয়ে যাচ্ছে। পদ্মচাষী হারু ধারা, সর্বেশ্বর মাঝিরা জানান, প্রতিবছরই পুজোর মরশুমে পদ্মের চাহিদা থাকে।
advertisement

এবারও ভালোই চাহিদা আছে বাজারে। কিন্তু চাহিদার তুলনায় বাজারে জোগান দিতে পারচ্ছেন না। করোনার জন্য দু'বছর তাদের ব্যবসা প্রায় বন্ধই ছিল। এবছর তারা ভেবেছিলেন ঘুরে দাঁড়াবেন। তাতে বাধ সেধেছে আবহাওয়া। কখনো অনাবৃষ্টি তো আবার কখনো অতিবৃষ্টি। আবহাওয়া খামখেয়ালিতে পদ্মচাষীরা চরম সংকটে পড়েছেন। চড়া দাম দিয়ে পুকুর ডাক (লিজ) নিয়েছেন এলাকায় পদ্মচাষীরা । কিন্তু এখন যা অবস্থা দু'মুখ সমান হবে কিনা সেটা নিয়ে চিন্তিত তারা।

advertisement

আরও পড়ুনঃ বড়নীলপুর বাজারে তল্লাশি অভিযান, কয়েক কেজি নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগ বাজেয়াপ্ত করল পৌরসভা

পূর্ব বর্ধমান জেলার পদ্মচাষীরা মূলত ফুল নিয়ে হাওড়ার হাটে যান। সেখানেই সারাবছর কেনাবেছা চলে। কিন্তু পুজোর মরশুমে এখন পদ্মচাষীদের মাথায় হাত। বৃষ্টি বেশী হওয়ায় পদ্মের কুড়ি বড় হচ্ছে না। পচে যাচ্ছে বলে জানান চাষীরা। গত দুবছর তেমন চাহিদা ছিল না তাই লাভ হয়নি পদ্ম চাষে। আর এবছর পুজো পুরনো ছন্দে ফিরলেও লাভ দেখা যাচ্ছে না পদ্ম চাষে। আবহাওয়ার খামখেয়ালী পনাই বাধ সেধেছে পদ্ম চাষীদের লক্ষ্মী লাভে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: পুজোর আগে লোকসানের মুখে পূর্ব বর্ধমানের পদ্মচাষীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল