এবারও ভালোই চাহিদা আছে বাজারে। কিন্তু চাহিদার তুলনায় বাজারে জোগান দিতে পারচ্ছেন না। করোনার জন্য দু'বছর তাদের ব্যবসা প্রায় বন্ধই ছিল। এবছর তারা ভেবেছিলেন ঘুরে দাঁড়াবেন। তাতে বাধ সেধেছে আবহাওয়া। কখনো অনাবৃষ্টি তো আবার কখনো অতিবৃষ্টি। আবহাওয়া খামখেয়ালিতে পদ্মচাষীরা চরম সংকটে পড়েছেন। চড়া দাম দিয়ে পুকুর ডাক (লিজ) নিয়েছেন এলাকায় পদ্মচাষীরা । কিন্তু এখন যা অবস্থা দু'মুখ সমান হবে কিনা সেটা নিয়ে চিন্তিত তারা।
advertisement
আরও পড়ুনঃ বড়নীলপুর বাজারে তল্লাশি অভিযান, কয়েক কেজি নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগ বাজেয়াপ্ত করল পৌরসভা
পূর্ব বর্ধমান জেলার পদ্মচাষীরা মূলত ফুল নিয়ে হাওড়ার হাটে যান। সেখানেই সারাবছর কেনাবেছা চলে। কিন্তু পুজোর মরশুমে এখন পদ্মচাষীদের মাথায় হাত। বৃষ্টি বেশী হওয়ায় পদ্মের কুড়ি বড় হচ্ছে না। পচে যাচ্ছে বলে জানান চাষীরা। গত দুবছর তেমন চাহিদা ছিল না তাই লাভ হয়নি পদ্ম চাষে। আর এবছর পুজো পুরনো ছন্দে ফিরলেও লাভ দেখা যাচ্ছে না পদ্ম চাষে। আবহাওয়ার খামখেয়ালী পনাই বাধ সেধেছে পদ্ম চাষীদের লক্ষ্মী লাভে।
Malobika Biswas