শক্তিগড় সহ সংলগ্ন এলাকায় পদযাত্রার আয়োজন করা হল নাড়া পোড়ানো রোধে সচেতনতা প্রচারে। পাশাপাশি কৃষকদের নিয়ে বিশেষ আলোচনা সভারও আয়োজন করা হয়। ব্লক উন্নয়ণ আধিকারিক সহ পঞ্চায়েত সমিতির দায়িত্ব প্রাপ্ত পদাধিকারী ও জনপ্রতিনিধি এবং কৃষি দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন এই সভায়। ন্যাড়া পোড়ালে বাতাসে যেমন দূষণ ছড়ায় তেমনি জমির মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ বীরহাটা বড় মা কালীর মন্দিরে এবার হচ্ছে জগদ্ধাত্রী পুজোও
ফলে কৃষকদের সচেতন করতেই পথে নামলেন সকলে। পোস্টার ব্যানার নিয়ে পদযাত্রা আয়োজিত হল এদিন। ব্লক উন্নয়ণন আধিকারিক সুবর্ণা মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ গোলদার, কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার , বড়শুল এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ কুমার সাঁই, পঞ্চায়েত সমিতির সদস্য লবকুমার দাস সহ অন্যান্যদের উপস্থিতিতে হল এই প্রচারের কাজ।
Malobika Biswas