TRENDING:

Purba Bardhaman News: ন্যাড়া পোড়ানো বন্ধ করতে পথে কৃষি দফতরের আধিকারিকরা

Last Updated:

ধান কাটার মরশুম আসন্ন। বর্তমান সময়ে মেশিনের সাহায্যে ধান কাটার কাজ হয় বেশী হয়। এরফলে কম সময়ে কম খরচে ফসল ঘরে তুলতে পারেন কৃষকরা। কিন্তু ধান কেটে নেওয়ার পর অবশিষ্ট খড় বা জমিতে থাকা ন্যাড়াতে আগুন লাগিয়ে দেন কৃষকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : ধান কাটার মরশুম আসন্ন। বর্তমান সময়ে মেশিনের সাহায্যে ধান কাটার কাজ হয় বেশী হয়। এরফলে কম সময়ে কম খরচে ফসল ঘরে তুলতে পারেন কৃষকরা। কিন্তু ধান কেটে নেওয়ার পর অবশিষ্ট খড় বা জমিতে থাকা ন্যাড়াতে আগুন লাগিয়ে দেন কৃষকরা। রাজ্যের শস্যগোলা বর্ধমানের বিভিন্ন ব্লকে ব্লকে এই প্রবণতা দেখা যায় একাংশ কৃষকের মধ্যে। প্রতিবার ন্যাড়া পোড়ানো বন্ধ করার জন্য উদ্যোগী হয় কৃষি দফতর সহ ব্লক প্রশাসন। তবু প্রবণতা বন্ধ করা যায়নি। চলতি বছরে ধান কাটার মরশুম শুরুর আগেই প্রচারে নামল বর্ধমান সদর দুই নং ব্লকের বড়শুল এক গ্ৰাম পঞ্চায়েত ।
advertisement

শক্তিগড় সহ সংলগ্ন এলাকায় পদযাত্রার আয়োজন করা হল নাড়া পোড়ানো রোধে সচেতনতা প্রচারে। পাশাপাশি কৃষকদের নিয়ে বিশেষ আলোচনা সভারও আয়োজন করা হয়। ব্লক উন্নয়ণ আধিকারিক সহ পঞ্চায়েত সমিতির দায়িত্ব প্রাপ্ত পদাধিকারী ও জনপ্রতিনিধি এবং কৃষি দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন এই সভায়। ন্যাড়া পোড়ালে বাতাসে যেমন দূষণ ছড়ায় তেমনি জমির মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়।

advertisement

আরও পড়ুনঃ বীরহাটা বড় মা কালীর মন্দিরে এবার হচ্ছে জগদ্ধাত্রী পুজোও

ফলে কৃষকদের সচেতন করতেই পথে নামলেন সকলে। পোস্টার ব্যানার নিয়ে পদযাত্রা আয়োজিত হল এদিন। ব্লক উন্নয়ণন আধিকারিক সুবর্ণা মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ গোলদার, কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার , বড়শুল এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ কুমার সাঁই, পঞ্চায়েত সমিতির সদস্য লবকুমার দাস সহ অন্যান্যদের উপস্থিতিতে হল এই প্রচারের কাজ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ন্যাড়া পোড়ানো বন্ধ করতে পথে কৃষি দফতরের আধিকারিকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল