Purba Bardhaman News: বীরহাটা বড় মা কালীর মন্দিরে এবার হচ্ছে জগদ্ধাত্রী পুজোও
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বর্ধমান শহরের বেশ কয়েকটি জায়গায় পুজো হচ্ছে দেবী জগদ্ধাত্রীর। সেই একইভাবে বর্ধমান বীরহাটা বড় মা কালী মায়ের মন্দিরে পুজো হচ্ছে জগদ্ধাত্রীর। চারদিন ব্যাপী চলে জগদ্ধাত্রীর পুজো।গত তিন বছর ধরে জগদ্ধাত্রীর পুজো হয়ে আসছে এই বীরহাটা বড়মা কালী মায়ের মন্দিরে।
#পূর্ব বর্ধমান : বর্ধমান শহরের বেশ কয়েকটি জায়গায় পুজো হচ্ছে দেবী জগদ্ধাত্রীর। সেই একইভাবে বর্ধমান বীরহাটা বড় মা কালী মায়ের মন্দিরে পুজো হচ্ছে জগদ্ধাত্রীর। চারদিন ব্যাপী চলে জগদ্ধাত্রীর পুজো।গত তিন বছর ধরে জগদ্ধাত্রীর পুজো হয়ে আসছে এই বীরহাটা বড়মা কালী মায়ের মন্দিরে। বড় মায়ের এই মন্দিরে সাধারণত পুজো হয় দেবী ও দুর্গার। আগে মাটির মূর্তিতে পুজো হলেও এখন দুই দেবীর মূর্তি প্রতিষ্ঠিত। শ্বেত পাথরের মূর্তি রয়েছে দেবী দুর্গার। এখানে নিত্য পূজা হয় দেবী দুর্গার। আর বড় মার পুজো তো চলেই। বড় মায়ের মূর্তি অষ্টধাতুর।
দুই মূর্তি আগে ছিল মাটির এবং তা নিরঞ্জন করা হত। এখন তাদের নিত্য পূজা হয় মন্দিরেই। দুই দেবী বিরাজমান এই মন্দিরে। তবে মা জগদ্ধাত্রী প্রতিমা এখন মাটির। একই মন্দিরে দেবী জগদ্ধাত্রীর পুজো হওয়ায় খুশি এলাকাবাসীরা। সম্প্রতি কেটেছে দুর্গা পুজো ও কালী পুজো। এই দুই পুজো ঘিরে ভক্তদের ভিড় ছিল বড়মা কালী মন্দিরে। আর এই বিরহাটা বড়মা কালীর ঘট উত্তোলনের শোভাযাত্রা হয় দেখার মত। প্রতিবছরের মত এবছরও শোভাযাত্রা করে ঘটে জল ভরে নিয়ে যাওয়া হয় মন্দিরে।
advertisement
আরও পড়ুনঃ টাকার অভাবে ঘরে ফিরছে না ভিন রাজ্যে গিয়ে মৃত আদিবাসী শ্রমিকের দেহ
শুরু হয়েছিল পুজো। আর কালী পুজো কাটতে না কাটতেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জগদ্ধাত্রী পুজোর। আর সেই মত এই বড় মা কালীর মন্দিরে চলছে জগদ্ধাত্রী পুজো। ইতিমধ্যেই সপ্তমী অষ্টমী নবমীর পুজো শেষ হয়ে গিয়েছে। দশমীর পুজো শেষ হলেই আসবে বিসর্জনের পালা। এই বড় মা কালীর মন্দিরের বড়মা ও দুর্গার বিসর্জন না হলেও জগদ্ধাত্রীর বিসর্জন হয়। সব মিলিয়ে আপাতত বড় মা কালী মন্দির ভরে উঠেছে দেবী জগদ্ধাত্রীর ভক্তদের আগমনে।
advertisement
advertisement
Malobika Biswas
Location :
First Published :
November 03, 2022 8:37 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: বীরহাটা বড় মা কালীর মন্দিরে এবার হচ্ছে জগদ্ধাত্রী পুজোও