৩১ মার্চ থেকে শুরু হয়েছে আইপিএল। তাই আইপিএল খেলা দেখার টিকিট দেওয়া হবে এবার এক বোতল রক্তের বিনিময়ে। এইরকমই এক অভিনব উদ্যোগ গ্রহণের কথা জানায় পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা। দর্শকদের মধ্যে আইপিএলের খেলা দেখার এতটাই উৎসাহ থাকে যে দর্শকরা কালোবাজারিতেও আইপিএলের টিকিট চড়া দামে কেনেন। কিন্তু এ এক অন্যরকম পন্থা অবলম্বন করেছে পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা।
advertisement
আরও পড়ুন- আবহাওয়ার পূর্বাভাস পেতে কলকাতা বিমানবন্দর চাইছে নতুন র্যাডার! খোঁজ চলছে ১০ তলা বাড়ির
পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শিবশঙ্কর ঘোষ বলেন, ‘‘আপনারা জানেন প্রতি বছর ৩ ফেব্রুয়ারি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের নির্দেশ বর্ধমান জেলা ক্রিয়া সংস্থা বিখ্যাত ক্রিকেটার ফ্র্যাঙ্ক ওরেলের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। যদিও আগে এইরকম কোনও কর্মসূচি করা হতো না ২০১৩ সালে আমরা দায়িত্বে আসার পর। আমাকে ক্রিকেট সম্পাদক করা হয়। তারপর আমি ভাবলাম যে সমস্ত ক্লাবগুলোর জন্য আমরা এত কিছু করি তারা আমাদেরকে এক বোতল রক্ত দিতে পারে না। তাই এ বছর আইপিএল টিকিটের কথা ঘোষণা করা হয়েছে। মোট ৮১ টা ক্লাব আছে, আমরা চিন্তা ভাবনা করেছি যারা রক্ত দেবে রক্ত দেওয়ার পর আমরা তাদের হাতে টিকিট তুলে দেব। আগে থেকে কোনও ক্লাব কর্মকর্তাকে এবছর আইপিএলের টিকিট দেওয়া হবে না, কারণ খোলা বাজারে এই টিকিটের মূল্য প্রায় ১৫০০ টাকা।’’
আরও জানা যায়, এই খবর ছড়িয়ে যাওয়ার পর অনেক সাধারণ মানুষ আইপিএল টিকিটের জন্য রক্ত দিতে এগিয়ে আসেন।
Bonoarilal Chowdhury