এই এলাকায় খুব প্রয়োজনে শুধুমাত্র সরকারি বিজ্ঞাপন থাকতে পারে। একইভাবে কার্জন গেটের সামনে ডান ও বাম দিকে ৩০০ফুট এলাকায় কোনো বিজ্ঞাপনের হোর্ডিং, ব্যানার, ফ্লেক্স আর লাগানো যাবেনা। এমনকি বিজ্ঞাপন দেওয়ার জন্য সমস্ত কাঠামো বিন্যাস (structure arrangment) সরিয়ে নিতে হবে বিজ্ঞাপন সংস্থাগুলিকে।
আরও পড়ুনঃ Purba Bardhaman: চাকরি করে দেওয়ার নামে আদায় করতেন টাকা, গ্রেফতার পঞ্চায়েতের উপপ্রধান
advertisement
আরও পড়ুনঃ Purba Bardhaman: সমস্যা সমাধানে “বর্ধমানের পুরকথা” চালু করছে বর্ধমান পৌরসভা
জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পরে বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এক নির্দেশে ওই এলাকায় থাকা বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার এজেন্সী গুলিকে জানিয়ে দিয়েছেন সাত দিনের মধ্যে নিজ দায়িত্বে এলাকা পরিস্কার করে দিতে হবে। অন্যথায় পৌরসভা ব্যবস্থা নেবে। আর সেই মতো বিজ্ঞাপন সংস্থা গুলি খুলে নিচ্ছেন নিজেদের ব্যানার, ফ্লেক্স , হোর্ডিং ।
Maobika biswas