সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইনা বলেন, এখনও তিনি বিশ্বাস করতে পারছেন না তার প্রথম হবার বিষয়টি। তিনি বলেন, "১৩৩ নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি, বাড়ির কাজ সামলে, টিউশন পড়িয়ে তার পরেও নিজের পড়াশোনা চালিয়ে গিয়েছি, খুব আনন্দ হচ্ছে।
আরও পড়ুন: হাজার হাজার চাকরি বাতিল! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরেই 'বড়' পদক্ষেপ এসএসসি-র
advertisement
মেয়ের সাফল্যে স্বভাবতই খুশি ইনা সিংহের মা কাকলী দেবী। তিনি জানান, "আমি ওকে পুরোটাই দিয়েছি পড়াশোনা যাবতীয় যা দরকার।"
প্রসঙ্গত, গত ৫ বছর পর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে টেট পরীক্ষার আয়োজন করা হয়। ডিসেম্বরের ১১ তারিখ সারা রাজ্য জুড়ে টেট পরীক্ষার সম্পন্ন হয়। প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষায় বসেন।
advertisement
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 10, 2023 8:41 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Primary TET Results || TET First: টিউশন পড়িয়ে, বাড়ির কাজ সামলেই... ১৩৩! টেট পরীক্ষায় প্রথম পূর্ব বর্ধমানের ইনা সিংহ