শুধু মামুদপুর নয়, মামুদপুরের পাশাপাশি আশপাশের বেশ কয়েকটি গ্রামে ঢুকে পড়ছে শিয়ালের দল। যার জেরে কার্যত আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ফলে সন্ধ্যে নামলেই স্থানীয়দের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। ঘর থেকেই আর কেউ বেরোতে চাইছেন না বিশেষ। ইতিমধ্যেই বন দফতরকে এ বিষয়ে জানিয়েছে গ্রামের মানুষজন। খবর পেয়েই বনদফতরের আধিকারিকরা আসেন, মামুদপুরের পাশের গ্রাম থেকে উদ্ধার করা হয় একটি শিয়ালকে। তবে এখানেই শেষ নয়, বড় দফতরের আধিকারিকরা গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন শিয়ালের উপদ্রব কমাতে তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন।
advertisement
আরও পড়ুনঃ লিটল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হচ্ছে বর্ধমান টাউন হলে
স্থানীয় বাসিন্দারা বলেন, বেশ কয়েকদিন ধরে শিয়াল এলাকায় ঢুকে পড়ছে। একটা দুটো না বেশ অনেকগুলোই শিয়াল চলে আসছে এলাকায়। একেবারে ঘরের সামনে চলে আসছে। ফলে সন্ধ্যের পর দরজা খোলাই দায় হয়ে পড়েছে। বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের ঘর থেকে বিরতেই দেওয়া হচ্ছে না। এলাকার কুকুরদের উপর হামলা চালাচ্ছে শিয়ালগুলি। ইতিমধ্যে কয়েকটি কুকুর মারাও গিয়েছে শিয়ালের কামড়ে। ফলে রাতের ঘুম উড়ে গিয়েছে তাদের।
Malobika Biswas