TRENDING:

Rural Problem: এই গ্রামের কারওর বিয়ে হচ্ছে না! কারণ জানলে চমকে উঠবেন 

Last Updated:

Rural Problem: অন্য রকম সমস্যায় পড়েছেন স্থানীয়রা।এমনটাই জানাচ্ছেন এলাকার স্থানীয় বাসিন্দারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান, মেমারি: বর্ষা শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাস্তা খারাপের ছবি উঠে আসছে। তবে এ বার যে রাস্তার ছবি দেখাচ্ছি এই রাস্তা খারাপের জন্য এক অন্য রকম সমস্যায় পড়েছেন স্থানীয়রা। রাস্তা খারাপ হওয়ার কারণে ভেঙে যাচ্ছে বিয়ের সম্বন্ধ ! হ্যাঁ এমনটাই জানাচ্ছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। এটা রাস্তা? নাকি অন্য কিছু? দেখলে আপনার সন্দেহ হবে ।
advertisement

এই রাস্তাটি দেখে এটাকে রাস্তা বললে ভুল হবে।বৃষ্টি হলে তো রাস্তা বলে মনেই হবে না।কাদা,জমে রয়েছে জল,রাস্তার এ কী হাল! রীতিমতো এই রাস্তা দেখলে অবাক হবেন আপনিও । রাস্তাটি মেমারি এক নম্বর ব্লকের অন্তর্গত,দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পুণ্যগ্রাম সাঁতরা পাড়ার রাস্তা। কমবেশি প্রায় দেড় কিলোমিটার রাস্তার এমনই হাল । এই রাস্তা খারাপ হওয়ার কারণে বেজায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারাও।

advertisement

এই প্রসঙ্গে চন্দনা সাঁতরা নামে এক স্থানীয় বাসিন্দা জানান, ‘‘ আমাদের রাস্তা চাই। পঞ্চায়েতকেও জানিয়েছি, এবার নতুন পঞ্চায়েত প্রধানকেও জানিয়েছি। বলেছে রাস্তা হবে , শুধু হবে হবেই করছে । প্রতিশ্রুতি দিয়েছে হবে , কিন্তু হচ্ছেনা । ছেলে মেয়েদের দেখাশোনা হচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না , বলছে বিয়ে দেবো না পাড়ার রাস্তাঘাট ভাল না । ছেলে মেয়েদের বিয়েও আটকে যাচ্ছে শুধুমাত্র রাস্তার জন্য।’’

advertisement

একবার ভেবে দেখুন যে কী পরিস্থিতি এই জায়গার। শুধুমাত্র রাস্তা খারাপ হওয়ার কারণে ভেঙে যাচ্ছে বিয়ে । স্থানীয়দের কথায়, ‘‘ দীর্ঘ ২০ থেকে ২২ বছর ধরে এই রাস্তার কোনও সংস্কার হয়নি। এছাড়াও এই পাড়াতেই রয়েছে একটি শিশুশিক্ষা কেন্দ্র।পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা বৃষ্টির সময় রাস্তায় বিপদকে সঙ্গী করেই বিদ্যালয়ে পৌঁছয় এবং কাদা মেখে বাড়ি ফেরে। বাদ পড়েন না শিক্ষিকারাও।রাস্তার বেহাল অবস্থার কারণে , জরুরি অবস্থায়, পাড়ার কোনও ব্যক্তি অসুস্থ হলে স্থানীয়দের সমস্যায় পড়তে হয়। গর্ভবতী মহিলাদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে অথবা নিয়ে আসতে চায় না কোনও যানবাহন। যার ফলে ব্যাপক সমস্যায় পড়তে হয় পাড়ার বাসিন্দাদের। স্থানীয়দের দাবিএই বিষয়ে একাধিক বার পঞ্চায়েত প্রধানকে জানিয়েও সমস্যার কোনও সুরাহা হয়নি।’’

advertisement

এই প্রসঙ্গে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান অশোক কুমার সরকার জানিয়েছেন, ‘‘ স্থানীয়রা আমাকে জানিয়েছে, আমি ওনাদের আশ্বস্ত করেছি যত তাড়াতাড়ি সম্ভব হয় রাস্তা করে দেব। আমার তরফ থেকে চেষ্টার কোনও ত্রুটি থাকবে না। এছাড়া আমি নিজেও ঠিক করেছি যা রাস্তা খারাপ থাকবে, আমার সামর্থ্য অনুযায়ী আমি নিয়ন্ত্রণ করব।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে স্থানীয়দের কথায় এরকম প্রতিশ্রুতি তাঁরা আগেও পেয়েছেন । কিন্তু কোনও কাজের কাজ কিছুই হয়নি । তাই দীর্ঘ দিন ধরে ব্যাপক সমস্যার মধ্যেই রয়েছেন এলাকার স্থানীয়রা। এখন দেখার বিষয় কতদিনে এই রাস্তা তৈরি হয় এবং স্থানীয়রা কতদিনে তাদের এই গভীর সঙ্কট থেকে মুক্তি পান।

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Rural Problem: এই গ্রামের কারওর বিয়ে হচ্ছে না! কারণ জানলে চমকে উঠবেন 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল