মনোনয়ন পত্র তোলার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা সকাল থেকেই ব্লক অফিসে ভিড় জমিয়েছিলেন। কিন্তু কার্যত তাদের মনোনয়ন জমা দেবার জন্য যে আবেদনপত্র লাগবে সেই ডিসিআর দিতেই হিমশিম খায় ব্লক প্রশাসন। কারণ বহু জায়গাতেই রেডি ছিল না প্রয়োজনীয় কাগজ পত্র।
আরও পড়ুন: এ কী কাণ্ড! নিউটাউনের রাস্তায় এবার দেখা যাবে রোবট, কারণ শুনলে অবাক হবেন
advertisement
বর্ধমান দক্ষিণ মহকুমার একটি ব্লকের এক আধিকারিক বলেন, “এভাবে ২৪ ঘন্টার সময় না দিয়ে মনোনয়ন পত্র জমা দেবার ঘোষণায় আমরা নাকাল হচ্ছি। কোনও রকমে অফিসের কম্পিটারের প্রিন্টার ব্যবহার করে একশো মতন ডিসিআর রেডি করেছি। জেলা থেকে আসতে আজ রাত অথবা কাল সকাল হবে বলে জানানো হয়েছে। তিনবার পঞ্চায়েত নির্বাচন করিয়েছি এর আগে। এই অবস্থায় কোনওদিন পড়তে হয়নি। আরও দুদিন বাড়িয়ে সোমবার থেকে করা হলে সব ঠিক থাকত।”
কমবেশী সমস্ত ব্লকেই এই একই সমস্যা দেখা গিয়েছে। কোথাও বেলা দেড়টায়, কোথাও বারোটার পরে প্রয়োজনীয় কাগজ দেবার কাজ শুরু হয়েছে। সর্বদলীয় বৈঠকে এই বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
আরও পড়ুন: মনোনয়ন জমার প্রথম রাতেই উদ্ধার তাজা বোমা! পঞ্চায়েত ভোট ঘিরে প্রমাদ গুনছে জেলাবাসী
বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, “রায়না, খন্ডঘোষ-সহ জেলার সর্বত্রই আমাদের কর্মীরা সকাল থেকে বিডিও অফিসে গিয়ে বসেছিলেন। কোন কাগজ দেওয়া হয়নি।” সিপিএমের জেলা সম্পাদক সৈয়দ হাসান বলেন, “পরিকল্পনা করে বিরোধীদের নির্বাচনে অংশগ্রহন করার ক্ষেত্রে বাধা তৈরির জন্য এই সব করেছে।”
তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করেছেন। আমরা প্রস্তুত নির্বাচনে লড়াই করার জন্য।” জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, “প্রশাসনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি ছিল। ব্লক অফিসে একজন করে ম্যাজিস্ট্রেট ও ফটোগ্রাফার রেখেছি আমরা। এখনও কোথাও থেকে আমাদের কাছে ডিসিআর না পাওয়ার অভিযোগ মেলেনি।”