শহর তথা জেলার মধ্যে এই প্রথমবার গৃহীত হলএই ধরনের উদ্যোগ। এক বেসরকারি সংস্থার উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে আয়োজিত হয় এই ভিন্নধর্মী অনুষ্ঠানটি। যার নাম দেওয়া হয় ‘৫০ পেরিয়ে’। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী দম্পতিরা প্রত্যেকেই তাঁদের বৈবাহিক জীবনের পঞ্চাশ বছর পার করে এসেছেন। এমনই পঞ্চাশ পেরোনো ৩০ জুটি নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
advertisement
সানাইয়ের সুরে সুরে এক অন্য রকম পরিবেশের সৃষ্টি করা হয় অনুষ্ঠানের আসরে। পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের নজরুল মুক্ত মঞ্চে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠান উপলক্ষে ফুল, মালায় সাজিয়ে তোলা হয় এলাকাটি। সব মিলিয়ে এক বিবাহের আমেজ গড়ে ওঠে অনুষ্ঠান চত্বরে। নিজেদের বৈবাহিক জীবনের স্বর্ণজয়ন্তীতে এসে এই ধরনের অনুষ্ঠানের সামিল হতে পেরে উচ্ছ্বসিত দম্পতিরাও।
এই প্রসঙ্গে এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক ব্যক্তি বলেন,তিনি কাটোয়া শহরে প্রায় ১৯৮৪ সাল থেকে এসেছেন। এই যে মিলন উৎসব হচ্ছে ৫০ বছর পেরিয়ে যাওয়া দম্পতিদের নিয়ে তা তিনি আগে কখনও দেখেননি। এই অনুষ্ঠান তাঁর কাছে খুবই আনন্দদায়ক।
জানা গিয়েছে, রানা চট্টোপাধ্যায় ফাউন্ডেশন নামক এক সংস্থার তরফে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন রকম খেলার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দম্পতিদের দেখা যায় নিজেদের সুদীর্ঘ বৈবাহিক জীবনের নানান চড়াই উতরাই সম্পর্কে বক্তব্য রাখতে। সেই সঙ্গে, রেড কার্পেটে একসঙ্গে হাঁটতেও দেখা যায় দম্পতিদের।
পাশাপশি অংশগ্রহণকারী সকল দম্পতিদের এই দিন সংবর্ধনাও জানানো হয়। বেসরকারি সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত সকলে। এই অভিনব ছক ভাঙ্গা উদ্যোগে খুশি অংশগ্রহণকারী দম্পতি থেকে এলাকাবাসী সকলে।
বনোয়ারীলাল চৌধুরী