TRENDING:

Offbeat News: ভালবাসা-প্রেম-সম্পর্কের উদযাপন...! রেড কার্পেটে হাঁটলেন ৫০ পেরোনো দম্পতিরা! হচ্ছেটা কী কাটোয়ায়?

Last Updated:

Offbeat News: বৈবাহিক জীবনে ৫০ অতিক্রম করা জুটিদের নিয়ে এক অন্যরকম অনুষ্ঠান পূর্ব বর্ধমানে! অবাক করা এই উদ্যোগে খুশি শহরবাসী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাটোয়া: বৈবাহিক জীবনে ৫০ অতিক্রম করা জুটিদের নিয়ে এক অন্যরকম অনুষ্ঠান পূর্ব বর্ধমানে! অবাক করা এই উদ্যোগে খুশি শহরবাসী। সত্যিই এ এক অভিনব উদ্যোগ! একঝাঁক দম্পতিদের নিয়ে আয়োজিত হল সম্পূর্ন ভিন্ন ধর্মী এক অনুষ্ঠান। যার সাক্ষী থাকল কাটোয়াবাসী।
advertisement

শহর তথা জেলার মধ্যে এই প্রথমবার গৃহীত হলএই ধরনের উদ্যোগ। এক বেসরকারি সংস্থার উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে আয়োজিত হয় এই ভিন্নধর্মী অনুষ্ঠানটি। যার নাম দেওয়া হয় ‘৫০ পেরিয়ে’। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী দম্পতিরা প্রত্যেকেই তাঁদের বৈবাহিক জীবনের পঞ্চাশ বছর পার করে এসেছেন। এমনই পঞ্চাশ পেরোনো ৩০ জুটি নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

advertisement

আরও পড়ুন: পালং, সর্ষে ভুলে যান…! শীতকালে খান ‘এই’ সস্তার শাক! ঘেঁষবে না বিপি-ডায়াবেটিস! ওজন থাকবে কন্ট্রোলে

সানাইয়ের সুরে সুরে এক অন্য রকম পরিবেশের সৃষ্টি করা হয় অনুষ্ঠানের আসরে। পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের নজরুল মুক্ত মঞ্চে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠান উপলক্ষে ফুল, মালায় সাজিয়ে তোলা হয় এলাকাটি। সব মিলিয়ে এক বিবাহের আমেজ গড়ে ওঠে অনুষ্ঠান চত্বরে। নিজেদের বৈবাহিক জীবনের স্বর্ণজয়ন্তীতে এসে এই ধরনের অনুষ্ঠানের সামিল হতে পেরে উচ্ছ্বসিত দম্পতিরাও।

advertisement

এই প্রসঙ্গে এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক ব্যক্তি বলেন,তিনি কাটোয়া শহরে প্রায় ১৯৮৪ সাল থেকে এসেছেন। এই যে মিলন উৎসব হচ্ছে ৫০ বছর পেরিয়ে যাওয়া দম্পতিদের নিয়ে তা তিনি আগে কখনও দেখেননি। এই অনুষ্ঠান তাঁর কাছে খুবই আনন্দদায়ক।

আরও পড়ুন: ৯৯% মানুষই জানেন না ‘আসল’ কারণ…! নতুন ঘড়িতে সবসময় ১০টা বেজে ১০ দেখায় কেন? উত্তরে বিরাট চমক

advertisement

জানা গিয়েছে, রানা চট্টোপাধ্যায় ফাউন্ডেশন নামক এক সংস্থার তরফে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন রকম খেলার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দম্পতিদের দেখা যায় নিজেদের সুদীর্ঘ বৈবাহিক জীবনের নানান চড়াই উতরাই সম্পর্কে বক্তব্য রাখতে। সেই সঙ্গে, রেড কার্পেটে একসঙ্গে হাঁটতেও দেখা যায় দম্পতিদের।

পাশাপশি অংশগ্রহণকারী সকল দম্পতিদের এই দিন সংবর্ধনাও জানানো হয়। বেসরকারি সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত সকলে। এই অভিনব ছক ভাঙ্গা উদ্যোগে খুশি অংশগ্রহণকারী দম্পতি থেকে এলাকাবাসী সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Offbeat News: ভালবাসা-প্রেম-সম্পর্কের উদযাপন...! রেড কার্পেটে হাঁটলেন ৫০ পেরোনো দম্পতিরা! হচ্ছেটা কী কাটোয়ায়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল