গত রবিবার পথ চলা শুরু করে এই বেসরকারি হাসপাতাল। আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশনের সূচনা দিন উপস্থিত ছিলেন বর্ধমান ডেভলপমেন্ট অথরিটির চেয়ারপারসন কাকলি গুপ্ত তা। এদিনে এই অনুষ্ঠানে কাকলি দেবী তার এই দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের উপলব্ধি মানুষের সঙ্গে ভাগ করে নেয়। কি কি পরিষেবা মিলবে এই হাসপাতালে? ফিজিওথেরাপি, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, এছাড়াও বায়োপসি , আইএফসি অর্থাৎ ক্যান্সার রোগের চিকিৎসার জন্য যেসব পরিষেবা পেতে সাধারণ মানুষ দূর-দূরান্তে ছুটে বেড়ায়।
advertisement
আরও পড়ুনঃ অভিনব উদ্যোগ! গাছ আর সাইকেলকে ভাইফোঁটা দিলেন বোনেরা
সেই সমস্ত পরিষেবা একই ছাদের তলায় মিলবে, বর্ধমানের এই বেসরকারি হাসপাতাল। এই হাসপাতালের অধিকর্তা ড: দেবনারায়ণ দত্ত ডাক্তারি সূত্রে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। সর্বত্র ঘুরে তিনি তার জন্মভিটে বর্ধমান শহরে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে ব্রতী হন। আর সেই লক্ষ্য পূরণ করতেই বর্ধমান শহরের রেনেসাঁ টাউনশিপে তিনি এই ফাউন্ডেশন তৈরি করার সিদ্ধান্ত নেন। বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে অবশেষে গড়ে তোলেন এই ফাউন্ডেশন। আর যা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তার পথ চলা।
Malobika Biswas





