মৃতের শেষকৃত্য সম্পন্ন করার পর প্রয়োজন হয় জলের। অর্থাৎ স্থান করা সহ একাধিক কাজ করতে হয়। তবে সেই প্রয়োজনীয় জল মেলেনা শ্মশানে। কারণ পুকুর যে জল শূন্য। শ্মশান কর্তৃপক্ষ জানিয়েছে, সব সময় শূন্য থাকে না এই পুকুর। বাঁকার জল থাকলেই পুকুরে জল ভরে বলেই দাবি কর্তৃপক্ষের।
আরও পড়ুনঃ ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে শোভাযাত্রা পূর্ব বর্ধমানে
advertisement
জানা গিয়েছে, পৌরসভার নতুন বোর্ড গঠন হওয়ার পরই নির্মলঝিল মহাশ্মশানের পুকুরটি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। শ্মশান কর্তৃপক্ষ এর তরফে আরও জানানো হয়েছে, পুকুরের চারপাশে ঘিরে দেওয়া হয়েছে তারের জাল দিয়ে। তৈরি হয়েছে সিড়ি, গেট। পুকুরটি সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। দ্রুত সেই কাজ শেষ হয়ে যাবে।
আরও পড়ুনঃ ফিরছে ছন্দ, পুজোর কেনা-কাটা চলছে কালনার তাঁত কাপড়ের হাটে
পুকুর সংস্কার করার পাশাপাশি হবে রাস্তা সংস্কারের কাজ। বসবে বৈদ্যুতিক চুল্লি। শ্মশানে আসা মানুষজনের অভিযোগ , দীর্ঘদিন ধরেই পুকুর সংস্কার হয় না। গাছপালা ভরে গিয়েছে। জল নেই পুকুরে মৃতদেহ দাহ করার পর প্রয়জন জল, তবে সেই জল পাওয়া যায় না শ্মশানে ফলে সমস্যায় পড়তে হয় তাঁদের।
Malobika Biswas





