বর্ধমান হল একটি ইতিহাসে ঠাসা জেলা। পর্যটন মানচিত্রে এক অন্যতম ভ্রমণ স্থান হল পূর্ব বর্ধমান। ফলে এই জেলায় হোম স্টে রয়েছে বেশ কয়েকটি জায়গায়। মোট আটটি হোমস্টে রয়েছে জেলার বিভিন্ন জায়গায়।
কোথায় কোথায় রয়েছে হোম স্টে?
* পূর্বস্থলীতে পাঁচটি
* কাটোয়ায় রয়েছে দুটি
* কেতুগ্রামে একটি
চলুন এবার জেনে নেওয়া যাক হোম স্টে এর কিছু গুরুত্বপূর্ণ বিষয়
advertisement
*আকর্ষণীয় পর্যটন স্থানের কাছাকাছি জেলা ব্লক সদরে অবস্থিত যে কোনও বাড়ির মালিক আবেদন করতে পারবেন এই হোমস্টে-তে।
* হোম স্টে নিতে গেলে বাড়ির মালিককে অবশ্যই বাড়িতেই থাকতে হবে।
* হোমস্টে এর ঘর হতে হবে ১২০ বর্গমিটার মানে ১০/১২।
*১ অবশ্যই বেড রুম এবং ৬ টি সর্বাধিক ঘর থাকতে হবে। বাড়ির মালিককে বাড়িতে থাকতে হবে।
*শৌচালয়ের আয়তন ৩০ বর্গ ফুট হতে হবে।
* পশ্চিমী ধাঁচের শৌচালয় হওয়া বাঞ্ছনীয়।
হোমস্টে করার জন্য যে যে সুযোগ সুবিধা গুলি পাবে বাড়ির মালিকরা
* তিন বছর ট্যাক্স লাগবে না।
* ১৫ লক্ষ টাকা করে তিনটি কিস্তিতে বার্ষিক অনুদান দেবে সরকার
* ডোমেস্টিক (Domestic) হারে বিদ্যুত জল ব্যবহারের অনুমতি মিলবে।
* সরকারি প্রশিক্ষন ও স্বীকৃতি পাবে বাড়ির মালিকরা।
হোমস্টে এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে wbtourism.gov.in/home এই ওয়েবসাইটে। রেজিস্ট্রেশন করার জন্য বাড়ির মালিকদের দিতে হবে ফি। যা ধার্য হবে বাড়ির মালিকের ঘর দেখার পর। মূলত ফি ১০০০ টাকা বা ৫০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ।
আরও পড়ুনঃ নিখোঁজ মূক ও বধির মেয়েকে খুঁজে বেরাচ্ছেন অসহায় মা
এবার আসা যাক হোম স্টে-এর বাড়ির মালিকদের প্রশিক্ষণের বিষয়ে
* ১০ জন বাড়ির মালিকদের নিয়ে বর্ধমানে শুরু হবে প্রশিক্ষণ।
* এই প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে।
* পর্যটকদের সঙ্গে কি ভাবে কথা বলতে হবে কি ভাবে পর্যটকদের আপ্যায়ন করতে হবে এ যাবতীয় বিষয়ে শেখানো হবে এই প্রশিক্ষণে।
* চার সপ্তাহের এই প্রশিক্ষণ শেষে বাড়ির মালিকদের দেওয়া হবে সংসাপত্র।
আরও পড়ুনঃ ফের দুর্নীতির অভিযোগ! এবার সেপটিক ট্যাঙ্ক তৈরির টাকা নিয়ে
রাজ্যের পর্যটন ক্ষেত্রের প্রসারে নতুন দিক খুলে দিয়েছে হোম স্টে। সাম্প্রতি বিভিন্ন জেলার শুরু হয়েছে এই হোম স্টে। পূর্ব বর্ধমান জেলাতেও শুরু হয়েছে হোম স্টে। যা নিয়ে বর্ধমান পর্যটন দফতর কোমর বেঁধে নেমেছে ময়দানে। কার্যত কর্মসংস্থানের লক্ষেই এই হোম স্টে এর স্কিম এনেছে রাজ্য সরকার। হোমস্টে-তে পশ্চিমবঙ্গ যাতে এক নম্বরে থাকে তার জন্য টার্গেট স্তির করে দেওয়াও হয়েছে ইতিমধ্যেই। সেই টার্গেট মত এগিয়ে চলেছে বাংলার সব জেলা বাদ নেই পূর্ব বর্ধমানও।
Malobika Biswas