পুকুর লিজ নেওয়া সৌমিত্র মালিক বলেন, " লাখ তিনেক হাজার টাকার মতো ক্ষতি হয়েছে এই মাছ মরে যাওয়ায়। প্রায় পাঁচ কুইন্টাল মাছ ছিল এই পুকুরে। সবটাই ক্ষতি হয়ে গেল। কারো সঙ্গে কোনও শত্রুতা তো নেই। তবে কেন কেউ এভাবে বিষ দিয়ে মাছ মেরে ফেললো জানি না। তবে বিষ দিয়েই এই মাছগুলি মেরে ফেলা হয়েছে তা স্পষ্ট। এত কষ্ট করে মাছগুলি চাষ করা হয়েছিল, সেগুলি সব কেউ বা কারা এভাবে নষ্ট করে দিল। এর উপযুক্ত শাস্তি হোক এটাই চাইব।"
advertisement
আরও পড়ুন : কাঁকড়া ধরে ফেরার পথে কাকভোরে সুন্দরবনের খাঁড়ির চরে চা তৈরির সময় বাঘের হানায় মৃত্যু মৎস্যজীবীর
ইতিমধ্যেই ফিশারিজ ডিপার্টমেন্টকে বিষয়টি জানিয়ে পুকুরের জল কতটা বিষাক্ত হয়েছে, কীভাবেই বা পুকুরের জল পাল্টানো যায় সেই বিষয়টি আলোচনা করে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি। পাশাপাশি তিনি বলেন , যদি ফিশারিজ ডিপার্টমেন্ট নির্দেশ দেয় তাহলে থানায় কেস করে বিষয়টির তদন্ত হবে বলেও জানান তিনি।