TRENDING:

East Bardhaman News- প্রচারে পাঁচজনের বেশি নয়, জানালেন জেলাশাসক

Last Updated:

সব দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: পুরভোটের দামামা বেজে গিয়েছে। এই নিয়ে সব দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা (East Bardhaman News)। জেলাশাসকের অফিসে সর্বদলীয় বৈঠকে নির্বাচন কমিশনের নির্দেশিকা জানানো হয়েছে রাজনৈতিক দলের প্রতিনিধিদের। পাশাপাশি ভোটের দিন রাজনৈতিক দলগুলিকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে এদিন। সাংবাদিক সম্মেলনও করেন জেলাশাসক।
advertisement

জেলাশাসক ও অন্যান্য প্রশাসনের আধিকারিকরা রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী আচরণ বিধি নিয়েও নির্দেশিকা দেন। প্রচার নিয়েও বৈঠকে নির্দেশিকা দেওয়া হয়। প্রচারে পাঁচজনের বেশি রাখা যাবে না ও অনুমতি নেওয়া আবশ্যক বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে (East Bardhaman News)। ভোট পর্বের আগে সমস্ত পুরসভায় প্রশাসনের তরফে নাকা চেকিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সমস্তরকম বিশৃঙ্খলা এড়াতে তৎপর থাকবে জেলা প্রশাসন।

advertisement

জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, ভোটে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে প্রতিটি বুথে থাকবে সিসি ক্যামেরা। কোভিড বিধি মেনে চলার কথা জানানো হয়েছে। প্রতিটি বুথে পর্যাপ্ত পরিমাণে পুলিশ থাকবে।

সর্বদল বৈঠক শেষে সিপিএমের জেলা সম্পাদক সৈয়দ হুসেন বলেন, "আমাদের তরফে আগের ভোটের অভিজ্ঞতা বলা হয়েছে। শান্তিতে ভোট পর্ব চলার কথা বলা হয়েছে।" অন্যদিকে, তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত বলেন, "ভোটের জন্য আমরা প্রস্তুত। নিয়মশৃঙ্খলা মেনেই ভোট হবে।" (East Bardhaman News)

advertisement

জানা গিয়েছে, বর্ধমান শহরের ৩৫টি ওয়ার্ডে ৩২৪ টি বুথে ভোটার রয়েছেন দু’লক্ষ ৫৯ হাজার জন। কাটোয়ার ২০টি ওয়ার্ডের ৯৩ টি বুথে ভোটার রয়েছেন ৭১,৭০৮ জন। কালনার ১৮টি ওয়ার্ডে ভোটার রয়েছেন ৪৫,৬২৮ জন। মেমারিতে ১৬টি ওয়ার্ডে ৪২টি বুথে ৩৬,১২৩ জন ভোটার রয়েছেন। গুসকরায় ১৬টি ওয়ার্ডে ৩৭টি বুথে ভোটার রয়েছেন ২৯,৫২৪ জন। দাঁইহাটে ১৪টি ওয়ার্ডে ৩১টি বুথে ২০,৪১৬ জন ভোটার রয়েছেন। জেলায় এবার মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৬৮ হাজার ৮৪৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লক্ষ ২৮ হাজার ৯৩০ জন। মহিলা ভোটারের সংখ্যা ২ লক্ষ ৩৩ হাজার ৮৯৭।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News- প্রচারে পাঁচজনের বেশি নয়, জানালেন জেলাশাসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল