Kali Puja 2025: অন্ধকারে ঢেকে যায় গোটা গ্রাম, দাউদাউ করে জ্বলে মশাল, তারপরই বেরয় বড়মা-ছোটমা সঙ্গে ভৈরব, কী ঘটে জানেন?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sayani Sarkar
Last Updated:
East Bardhaman News: বিদ্যুৎ থাকলেও আজও কালীপুজোর পরের দিন রাত্রে ১২ টার গ্রামে জ্বলে ওঠে মশাল,বাজতে শুরু করে ঢাক,কাঁসর। প্রতিধ্বনিত হয় জয় মা কালীর ধ্বনি। গ্রাম পরিক্রমায় বেরন দেবীরা। আর এই প্রাচীন রীতি দেখতে ভিড় জমান দূরদূরান্তের ভক্তরা।
মেমারি, সায়নী সরকার: বিদ্যুৎ থাকলেও আজও কালীপুজোর পরের দিন রাত্রে ১২ টার গ্রামে জ্বলে ওঠে মশাল, বাজতে শুরু করে ঢাক, কাঁসর। প্রতিধ্বনিত হয় জয় মা কালীর ধ্বনি। এই গ্রামে কালীপুজোর পাশাপাশি হয় ভৈরব পুজোও। কথিত আছে, বড় মায়ের ছেলে ভৈরব। কালীপুজোর পরের দিন প্রথম বড়কালী গ্রাম ঘুরতে বেরনোর আগে মেজ বোনকে ডাকতে পাঠান ছেলেকে। সেই মতো ভক্তদের কাঁধে চড়ে মাসি অর্থাৎ মেজ মাকে ডাকতে আসেন ভৈরব। মেজো মাসি ছেলেকে মিষ্টিমুখ করায় আর তারপরেই একে একে ভক্তদের কাঁধে চড়ে গ্রাম পরিক্রমা করেন বড়মা, মেজ মা, সেজ মা, ছোট মা ভৈরব-সহ গ্রামের প্রায় ১০০ টিরও বেশি কালী প্রতিমা। যা দেখতে ভিড় জমান পূর্ব বর্ধমান জেলা-সহ আশেপাশের জেলার মানুষজনও।
কালীগ্রাম নামেই খ্যাত পূর্ব বর্ধমানের মেমারি আমাদপুর। এই গ্রামে দেবীরা চার বোন। বড়মা, মেজো মা, সেজো মা, ছোটমা এছাড়াও গ্রামে হয় প্রায় ১০০ টিরও বেশি কালীপুজো। কিন্তু এখানে পুজোর পাশাপাশি দেবী বিসর্জনও দেখার মতো ৷ পুজোর পরদিন রাতে চার বোন যখন বিসর্জন শোভাযাত্রায় বের হন, তখন গোটা গ্রাম অন্ধকারে ঢেকে যায় ৷ দাউদাউ করে জ্বলে মশাল ৷ সেই মশালের আলো আধারের মাঝে বেজে ওঠে ঢাক ও কাঁসর ৷
advertisement
আরও পড়ুন-অসহ্য নরকযন্ত্রণায় জীবনটাই শেষ…! রেলের TTE থেকে ৩০০-র বেশি ছবিতে অভিনয়, কোটি কোটি টাকার সম্পত্তি দিয়ে যান বাড়ির পরিচারিকাকে, কেন? অভিনেতার মৃত্যুর পর যা জানা গেল…
প্রতিধ্বনিত হয় ‘জয় মা কালী’ ধ্বনি আর বাঁশের মাচায় করে ভক্ত ও বেয়ারাদের কাঁধে চড়ে সারা গ্রাম পরিক্রমা করেন দেবীরা। পিছনে পিছনে আরও অগুন্তি ভক্তের সারি। সুবিশাল প্রতিমা কাঁধে নিয়েই লাফিয়ে লাফিয়ে নাচের ভঙ্গি করেন ভক্তরা। দেখে মনে হয়, তাঁদের সঙ্গে নেচে উঠছেন স্বয়ং দেবীও।আর এই গ্রাম পরিক্রমা চলে প্রায় সারারাত ধরে। গ্রাম পরিক্রমা শেষে শুরু হয় বিসর্জন। প্রায় ৫০০ থেকে ৪০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই রীতি৷ আর এই প্রাচীন রীতি চাক্ষুষ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা।
advertisement
advertisement
আরও পড়ুন- ‘দেহব্যবসা করেই কামিয়েছি…!’ টয়লেটে থরে থরে সাজানো লাখ লাখ টাকা, আয়কর হানায় কেলেঙ্কারি ফাঁস হিট নায়িকার, চিনতে পারলেন?
শোভাযাত্রা চলে সারা রাত্রি ভোরবেলা হয় প্রতিমা নিরঞ্জন। এই শোভাযাত্রা দেখতে পূর্ব বর্ধমান জেলা-সহ আশেপাশের জেলা থেকেও আসেন বহু মানুষ। জনসমুদ্রে পরিণত হয় গোটা গ্রাম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2025 8:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: অন্ধকারে ঢেকে যায় গোটা গ্রাম, দাউদাউ করে জ্বলে মশাল, তারপরই বেরয় বড়মা-ছোটমা সঙ্গে ভৈরব, কী ঘটে জানেন?