এমপি অসিত মাল বলেন, করোনার জেরে দু বছর কোনও কাজ করা যায় নি। তবে দু বছর পর ফের কাজ শুরু হয়েছে। উন্নয়নের কাজ চলছে, আর চলবেও। বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, "রাস্তা তৈরি হল, এতে মানুষের অনেক সাহায্য হবে। আমি নিজে কিছু করতে পারছিলাম না তেমন। তবে সাংসদ পাশে থেকে নিজে উদ্যোগ নিয়ে রাস্তা তৈরির কাজ শুরু করেন।" তিনি আরও বলেন, অসিত বাবু সব সময় তাঁদের পাশে থাকেন, সমস্ত অসুবিধায় সাহায্য করেন। তিনি ধন্যবাদ জানান অসিত বাবুকে।
advertisement
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি ছিলেন স্থানীয়রাও।স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা নির্মাণের জন্য। মূলত বর্ষার সময় এই রাস্তায় যাতায়াতে অনেক সমস্যায় পড়তে হত তাদের বলে জানান তারা। এই রাস্তা তৈরি হওয়ায় খুব সুবিধে হয়েছে বলে খুশি প্রকাশ করেন স্থানীয়রা।
Malobika Biswas
Location :
First Published :
April 27, 2022 7:49 PM IST