পাশাপাশি দাঁইহাট সাহাপাড়া নাগরিক মঞ্চের পক্ষ অনুষ্ঠিত হল শিব-দূর্গা পুজো। সাহাপাড়া নাগরিক মঞ্চের পক্ষ থেকে শিব-দূর্গা পুজো এবার ৫৩ বছরে পড়ল। তাদের পুজোর বাজেট তিন লক্ষ টাকা। সাহাপাড়া নাগরিক মঞ্চের পুজো মন্ডপের থিম হল আদি-যোগী। মন্ডপের ভিতরে শিব ঠাকুরের নানা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গা পুজো কালীপুজো কেটে যাওয়ার পরও উৎসব মুখর মানুষ রাস উৎসবেও নিজেদের গা ভাসিয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ অবৈধভাবে এলাকার পুকুর ভরাটের অভিযোগ পেতেই পদক্ষেপ নিলেন পুরপতি
তাই রাসুল উৎসবেও থিমের বাহার দেখিয়ে দর্শনার্থীদের মন কাড়ছে দাঁইহাটের বেশ কয়েকটি পুজো কমিটি। আর সেই থিমের পুজো দেখতে পুজো মণ্ডপ গুলিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। দাঁইহাট সেজে উঠেছে রঙিন আলোয়। আর এই রাস উৎসবকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে একটি ক্যাম্পা করা হয়েছে।
Malobika Biswas