এ বিষয়ে মন্ত্রী বলেন, দপ্তরের কিছু অফিসার রয়েছেন যাঁরা ঠিকমত কাজ করেন না বলে অভিযোগ ওঠে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনে পদক্ষেপ নেওয়া হবে। কিছু বাসের কন্ডাক্টরের বিরুদ্ধেও যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আসে । সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে । দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে । বাসের সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে ।
advertisement
আরও পড়ুনঃ এ কেমন স্কুল! যেখানে আসলে আর বাড়ি যেতেই চায় না ছাত্রছাত্রীরা!
দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থা অন্যান্য জায়গায় সেভাবে লাভ করতে না পারলেও বর্ধমানে এই সংস্থা অত্যন্ত ভালো ব্যবসা করে । তবে যাত্রী স্বাচ্ছন্দ্যে নেই তেমন । ফলে যাত্রী স্বাচ্ছন্দ্যে এর দিকটা উন্নতি করা হবে। এছাড়াও ওভারলোডিং এর বিষয়টি দেখা হবে । অনেক গাড়ির অনেক বয়স হয়েছে সেদিকেও নজর দেওয়া হবে।
আরও পড়ুনঃ করোনা আবহ কাটিয়ে এই বছর হচ্ছে ঐতিহ্যবাহী মহিষমর্দিনীর পুজো
এছাড়াও এদিন বৈঠকে অন্যান্য বেশ কিছু বিষয়ে আলোচনা করা হয় । তারমধ্যে অন্যতম ওভারলোডিং। এই ওভারলোডিংয়ের কারণে রাস্তা খারাপ থাকার গাড়ির যন্ত্রাংশের ক্ষতি হচ্ছে । এদিন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় গাড়ির গতি নিয়ন্ত্রনের জন্য স্পিডো মিটার লাগানোর পাশাপাশি আরও বেশ কিছু আধুনিক প্রযুক্তির মেশিন বসানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
Malobika Biswas