শুধু এই " গান ওয়ালা মিলন কুমার" ও "লোকাল ট্রেন" এই দুটি গানই নয়। ইতিমধ্যেই ১৩ টির মত গানের রেকর্ডিং শেষ করে ফেলেছেন মিলন কুমার। সেই গানগুলি ধীরে ধীরে আসবে বাজারে। ইতিমধ্যেই বহু জায়গা থেকে ডাক আসছে মিলন কুমারের। নানা জেলায় এমনকি কলকাতাতেও গান গাইতে যাচ্ছে বর্ধমনের মিলন কুমার।
advertisement
এ নিয়ে মিলন কুমার বলেন, "প্রথম দিকে একটু ভয় লাগছিল, যে কেমন গাইবো কি ভাবে গাইবো। তবে পরে বেশ ভালোই লাগছিল। গানটা রিলিজ হতেই অনেকে ফোন করেছেন বলছেন তাঁদের খুব পছন্দ হয়েছে গানটা। মানুষের ভালো লাগবে এটাই তো চায় একজন শিল্পী।" পাশাপাশি তিনি বলেন, " মানুষ চাইছেন আমি প্লে ব্যাক সিংগার হই। মানুষের ইচ্ছেই এখন আমরও ইচ্ছেতে পরিণত হয়েছে। আমিও চাই গান নিয়ে অনেক দূর এগোতে।"
আরও পড়ুন West Burdwan News: সাতসকালে বিশাল অজগরের দর্শন, হুলস্থুল কাণ্ড চিত্তরঞ্জনে
বর্ধমান কাটোয়া লোকালে গান ফেরি করেতে গিয়েই ভাইরাল হয়ে যান পূর্ব বর্ধমান জেলার এক নম্বর ব্লকের অন্তর্গত নিত্যানন্দপুরের মিলন কুমার। বহু বছর ধরে তিনি গান গেয়ে তেমন ভাইরাল হননি। শেষমেশ সম্প্রতি প্রয়াত সঙ্গীতশিল্পী কেকের গান গেয়ে ভাইরাল হলেন তিনি। মিলন কুমারের বাড়ি কেবলমাত্র ত্রির্পল এবং বাঁশ দিয়ে ঘেরা একটি কুঁড়েঘর। তবে বর্তমানে সকলের সাহায্যে ওই কুড়েঘরে আর থাকতে হয় মিলনের পরিবারকে। পাশেই একটি অন্য বাড়িতে এখন বসবাস করেন তাঁরা।
Malobika Biswas