TRENDING:

East Burdwan News: বর্ধমান শহরে মৃত্যু হল উত্তরপ্রদেশের যুবকের 

Last Updated:

পেশার তাগিদেই অন্যান্যদের সঙ্গে তিনি ও বাড়ি ঘর ছেড়ে ঘুরে বেড়াতেন সার্কাসের দলের সঙ্গে। তার এই দুর্ঘটনায় মৃত্যুতে শোকাহত সার্কাসের সহকর্মীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: পুজোর মরশুমে বর্ধমান শহরে ঘটে গেল অঘটন। বর্ধমান শহরে মৃত্যু হল উত্তরপ্রদেশের এক যুবকের। কিন্তু কীভাবে উত্তরপ্রদেশের যুবকের বর্ধমান শহরে মৃত্যু হল? কি কারণে তিনি এসেছিলেন বর্ধমান শহরে? জেনে নিন প্রতিবেদনে।
advertisement

বর্ধমান শহরের উৎসব ময়দান মেলার মাঠ বলেই জাননে সকলে। বছরের প্রায় বেশিরভাগ সময় বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় এই মাঠেই । শহরে কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে একটি সার্কাস। আর এই উৎসব ময়দানেই জোর কদমে চলছিল সার্কাসের প্যান্ডেল তৈরির কাজ । প্যান্ডেলের কাজ করতে অনেকেই এখানে এসেছে। তারই মধ্যে ছিল উত্তরপ্রদেশের এক ব্যক্তি। এই প্যান্ডেলের কাজ করতে গিয়ে পড়ে যান এই ব্যক্তি এবং মারা যান।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্যান্ডেল বা তাঁবু কাজ করতে ওই ব্যক্তি অনেকটা উপরে উঠেছিলেন। এরপর হঠাৎ ভারসাম্য ধরে রাখতে পারেননি নিজের এবং হাত ফসকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

advertisement

আরও পড়ুন: কয়েক শতক ধরে এই প্রাচীন দুর্গাপুজোর ভোগপ্রসাদে থাকে থোর, পুঁইশাক

জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম আরিফ শেখ। আরিফ এর বাড়ি উত্তরপ্রদেশের গণ্ডা জেলায় । তিনি এই সার্কাসের একজন কর্মী ছিলেন। মূলত সার্কাসের তাঁবু তৈরি করার পাশাপাশি প্যান্ডেলের কাজ করতেন ওই সার্কাস সংস্থায়। পেশার তাগিদেই অন্যান্যদের সঙ্গে তিনি ও বাড়ি ঘর ছেড়ে ঘুরে বেড়াতেন সার্কাসের দলের সঙ্গে। তার এই দুর্ঘটনায় মৃত্যুতে শোকাহত সার্কাসের সহকর্মীরা।

advertisement

আরও পড়ুন: এ যেন ‘অভিশপ্ত’ গ্রাম! ফাঁকা পড়ে আছে ঘরবাড়ি, কেন কেউ থাকে না এখানে?

পুজো এলেই মানুষকে আনন্দ দিতে বিভিন্ন রকমের মেলা বসে রাজ্যের জেলাগুলোতে। এই সমস্ত মেলা মানুষকে যেমন আনন্দ দিতে দূর দূরান্ত থেকে আসে রাজ্যে এই অনন্দের সময় তেমনই পুজোর সময় একটু বেশি রোজগারের আশায় থাকেন মেলার কর্ণধার থেকে কর্মীরাও। মেলার শুরুতেই যেভাবে এই দুর্ঘটনা ঘটল তাতে আবারও সার্কাস কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

advertisement

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: বর্ধমান শহরে মৃত্যু হল উত্তরপ্রদেশের যুবকের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল