আরও পড়ুন: বদলে যাচ্ছে এই জেলা হাসপাতালের পরিকাঠামো, বরাদ্দ ৩৮ কোটি
সালিশি সভায় জুমু শেখের মৃত্যু প্রসঙ্গে তাঁর ভাইপো নজরুল শেখ বলেন, দু’দিন আগে গ্রামে একটা ঝামেলা হয়। সেই ঝামেলা হওয়ার পর গ্রাম পার্টির লোকজন বলে দু’দিন পর এই বিষয়টি নিয়ে আলোচনায় বসবে। সালিশি চলার সময় ফের গোলমাল শুরু হয়। ওরা আমাকে মারতে আসে। তখন আমাকে বাঁচাতে কাকা এগিয়ে আসেন। ওরা কাকাকে ঘুসি মারে। উনি ঢালাই রাস্তার উপর পড়ে যান। প্রথমে আমরা ভেবেছিলাম অজ্ঞান হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে নিয়ে আসি। কিন্তু চিকিৎসকরা বলেন মারা গিয়েছেন।
advertisement
প্রসঙ্গত কালনা থানার ঝিকরা গ্রামের এই দুই পক্ষের মধ্যে ঢালাই রাস্তার উপর দিয়ে জল নিকাশি ব্যবস্থা তৈরি করাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল বলে খবর। এদিন দীর্ঘদিনের সেই অশান্তির মীমাংসা করতে গিয়েই ফের বসচায় জড়ায় দুই পরিবার। আর তাতেই মৃত্যু হয় জুমু শেখের।