আরও পড়ুন: ডিভোর্স পেতে অপেক্ষা করতে হবে না ৬ মাস, কিন্তু থাকবে এই শর্ত, কী বলছে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ
বর্ধমান শহরের কাছেই চালু হয়েছে অত্যাধুনিক মানের একটি ইউনিসেক্স সেলুন ও ক্যাফে। প্রায় ১৮ লক্ষ্য টাকা বিনিয়োগ করে এই সুবিধা গড়ে তোলা হয়েছে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-২ ব্লকের বড়শুলে খোলা হয়েছে এই অত্যাধুনিক সেলুন কাম ক্যাফে। এখানে আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম দিয়ে বডি ম্যাসাজ, চুল কাটা, হেয়ার স্টাইলিং ইত্যাদি করা হচ্ছে। পাশেই আছে কান্ট্রি সাইট ক্যাফে এরিয়া।
advertisement
বড়শুল রেলগেট থেকে মাত্র পাঁচ মিনিটের পথ গেলেই পৌঁছানো যাবে এই সেলুন কাম ক্যাফেতে। এই সেলুনের বিশেষ আকর্ষণ হচ্ছে ম্যাসাজ চেয়ার। এখানে বসে বডি, নেক, স্পাইনাল কর্ড, থাই, লেগ ম্যাসাজ নেওয়া যাবে। এবং গোটাটাই হবে মেশিনের দ্বারা।
দশ মিনিটের ম্যাসাজের জন্য খরচ হবে ১০০ টাকা এবং ২০ মিনিটের জন্য ২০০ টাকা। এখানে হেয়ার কাটিং এবং সেভিং মিলিয়ে খরচ হবে ১০০ টাকা। এই সমস্ত সুবিধা পেতে হলে আপনাকে আসতে হবে- স্টাইল অন স্টুডিও-তে।