ইতিমধ্যেই মেয়ের চিকিৎসার জন্য প্রায় সর্বস্ব দিয়ে ফেলেছেন ভূমি দপ্তরে কর্মরত (মুহুরি) বাবা। ফলে আপাতত আর্থিক সাহায্যের আর্তি বাবা দীপঙ্কর দেবনাথের। ইতিমধ্যেই বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় দীপঙ্কর বাবুর পোস্ট দেখে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়েছে স্থানীয় আদর্শপল্লী ক্লাবের সদস্যরাও।
আরও পড়ুনঃ চুরি যাওয়া গহনা, মোটর সাইকেল সহ উদ্ধার আগ্নেয়াস্ত্র, ধৃত দুই
advertisement
আর এরই মধ্যে অসুস্থ দিতিপ্রিয়ার পরিবারের লোকজনের সঙ্গে দেখা করলেন কাটোয়া পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলার সুদীপ্তা ঘোষের স্বামী তথা আদর্শপল্লী ক্লাবের সেক্রেটারি সুমন কল্যাণ ঘোষ। সুস্থ হয়ে উঠুক দিতিপ্রিয়া সেই কামনাই করছেন সকলে। সুস্থ হয়ে বাড়ি ফিরুক ছোট্ট দিতিপ্রিয়া সেই কামনা করছে নিউজ ১৮ বাংলা লোকালও।
আরও পড়ুনঃ সমবায় সমিতির নবনির্মিত সি এস পি ভবনের উদ্বোধন হল কাটোয়ায়
দিতিপ্রিয়ার বাবা দীপঙ্কর দেবনাথ বলেন, "মেয়ে ব্রেন ক্যান্সারে আক্রান্ত। ফলে খরচ অনেক। ডাক্তার বলেছে লাখ লাখ টাকা লাগবে। সেই অর্থ খরচ করার মতো সামর্থ নেই। ফলে আর্থিক ভাবে যদি সকলে যদি একটু সাহায্য করেন তাহলে উপকৃত হবো"।
যদি কেউ সাহায্য করতে চান
Account details:
Dipankar Debnath
AC No. 37548266920
IFSCode: SBIN0003913
Phonepe/Gpay: 8388965706
Malobika Biswas