১৯৬২ সালে যখন জামালপুরে সেই ভাবে চিকিৎসা পরিষেবা ছিল না, অসুস্থ মানুষকে বর্ধমান ছুটতে হতো, এমনকি বিনা চিকিৎসায় মারা যেত অনেকে। সেইসব মানুষের কথা ভেবে এগিয়ে আসেন সেই সময়কার অন্যতম এক বিদুষী নারী লীলাবতী দেবী। তিনি তাঁর সম্পত্তি থেকে ৯ একর ৭০ শতক জমি দান করেন তৎকালীন রাজ্য সরকারকে, জামালপুরে হাসপাতাল তৈরি করার জন্য। সেই সময় যে ভাবনা থেকে তাঁর এই মহান কাজ, তাঁর আত্মত্যাগ, তার কোনো স্বীকৃতি এতদিন ছিল না। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই ঘোষণা করা হয়েছিল মনীষীদের যোগ্য সম্মান সরকারিভাবে দেওয়া হবে।
advertisement
২০১৮ সালে লীলাবতী দেবীর পরিবারের পক্ষ থেকে আর্জি জানানো হয় লীলাবতী দেবীর স্বীকৃতির জন্য। মূর্তি বসানোর কাজও শুরু হয় কিন্তু বাধ সাধে করোনা। দু'বছর বন্ধ থাকে সমস্ত কাজ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এই মূর্তি বসানোর কাজ পুনরায় শুরু হয়। অবশেষে উন্মোচন হল লীলাবতী দেবীর আবক্ষ মূর্তি। সেখানেই ফলকে লেখা রয়েছে জমিদানের কথা। দীর্ঘদিন হয়ে গেলেও অবশেষে স্বীকৃতি মেলায় খুশি জামালপুরের বাসিন্দা ও লীলাবতী দেবীর আত্মীয় স্বজনরা।
জামালপুর হাসপাতালের সন্নিকটে থাকা সাবেকি বাড়িতে বসবাস করতেন লীলাবতীদেবী। তাঁর পরিবার প্রভূত সম্পত্তির মালিক ছিল। স্বামী ভৈরবচন্দ্র মিত্র প্রয়াত হবার পর নিঃসন্তান বিধবা লীলাবতীদেবী মানব কল্যাণে কিছু কাজ করার ব্যাপারে মনস্থির করেন। ভ্রাতুষ্পুত্র অমরেন্দ্রনাথ ঘোষ মাতৃস্নেহে আগলে রাখতেন লীলাবতীদেবীকে। বেশ কয়েক বছর আগে এনারা সকলে প্রয়াত হয়েছেন। একই বাড়িতে এখন বসবাস করেন অমরেন্দ্রনাথ বাবুর স্ত্রী প্রভাতীদেবী, পুত্র সুশান্ত ঘোষ ও তাঁর স্ত্রী, পুত্ররা।
Malobika Biswas