TRENDING:

Self-Defense: রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ কেউ আক্রমণ করলে কী ভাবে বাঁচাবেন নিজেকে? জেনে নিন সহজ কিছু টেকনিক

Last Updated:

Self-Defense: রাস্তা ঘাটে বিভিন্ন প্রয়োজনে কমবেশি সকলকেই বেরোতে হয়। তবে অনেক সময় আচমকাই অনেককে বিপদের সম্মুখীন হতে হয়। শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে, আত্মরক্ষার জন্য কিছু টেকনিক শিখে রাখা প্রয়োজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: রাস্তা ঘাটে বিভিন্ন প্রয়োজনে কমবেশি সকলকেই বেরোতে হয়। তবে অনেক সময় আচমকাই অনেককে বিপদের সম্মুখীন হতে হয়। শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে, আত্মরক্ষার জন্য কিছু টেকনিক শিখে রাখা প্রয়োজন। আন্তর্জাতিক স্তরের খেলোয়াড় দীপান্বেশ দাস  সেই বিষয়েই জানিয়েছেন।
advertisement

যদি রাস্তায় আচমকাই কেউ সামনে থেকে দু’হাতে করে কলার চেপে ধরে , সেক্ষেত্রে দুটো হাতের মাঝখানে একটু ফাঁকা থাকে। ঠিক সেই ফাঁকা জায়গা দিয়েই শত্রুর নাক অথবা থুতনিতে ঘুষি মারতে হবে। তাহলেই শত্রুকে ঘায়েল করে সেই জায়গা থেকে বেরোনো যাবে।

আরও পড়ুন: জোড়া পশ্চিমী ঝঞ্ঝার চোখরাঙানি! আবার কি কনকনে শীতের সম্ভাবনা রাজ্য জুড়ে? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

advertisement

অনেক সময় এমনও হয় যে, শত্রু হাতে লাঠি অথবা শক্ত কোনও জিনিস লুকিয়ে এনে সামনে থেকে হামলা করতে যায়। তবে ভয়ে ঘাবড়ে যাওয়ার দরকার নেই । মাথা ঠাণ্ডা রেখে হামলা করার সঙ্গে সঙ্গে শত্রুর একদম কাছে চলে গিয়ে তাঁর যে হাতে অস্ত্র আছে সেই হাত জড়িয়ে ধরে ফেলতে হবে। ঠিক সঙ্গে সঙ্গে অপর হাত দিয়ে শত্রুর গলা চেপে ধরে তাকে মাটিতে ফেলে , আরও দুটো নিশ্চিত ঘুষি মেরে বেরিয়ে যেতে হবে।

advertisement

আরও পড়ুন: এইসব টিপস মাথায় রাখলেই উচ্চ মাধ্যমিকে মিলবে দারুণ নম্বর! জানুন বিস্তারিত

বিভিন্ন সময় ধারাল অস্ত্র অথবা ছুরি দিয়েও অনেকে হামলা করেন। সেরকমই শত্রু যদি সামনে থেকে ছুরি দিয়ে হামলা করতে আসে। তখন শত্রুর কাছ থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং যেহেতু পা শরীরের সবথেকে বড় অঙ্গ, তাই নিজের পা দিয়ে শত্রুর হাঁটুতে সঙ্গে সঙ্গে জোরে মারতে হবে। হাঁটু পিছনের দিকে ভাঁজ হয়না । তাই হাঁটুতে লাথি মারা হলে শত্রুর সেখান থেকে সেরে উঠতেও অনেকটা সময় লাগবে।

advertisement

আন্তর্জাতিক স্তরের খেলোয়াড় দীপান্বেশ দাস বলেন, “এই সমস্ত টেকনিক প্রত্যেকের শিখে নেওয়া খুবই প্রয়োজন। সারাদিনে কিছুক্ষণ অনুশীলন করলে সহজেই শেখা যাবে । বিপদের সময় এই পদ্ধতি অনেক কাজে লাগবে।”

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Self-Defense: রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ কেউ আক্রমণ করলে কী ভাবে বাঁচাবেন নিজেকে? জেনে নিন সহজ কিছু টেকনিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল