বৈঠক শেষে মন্ত্রী জানান, অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় ১৬ টি বেডের আরও একটি পেডিয়াট্রিক ওয়ার্ড খোলা হচ্ছে কালনা হাসপাতালে। পাশাপাশি ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিভার ক্লিনিক। পাঁচজন শিশু চিকিৎসক হাসপাতালে পর্যায়ক্রমে ডিউটি করবেন।
আরও পড়ুন: বোলপুরে পাশাপাশি দুই মন্দিরের তালা ভেঙে চুরি
কালনা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে সেখানে ভর্তি থাকা রোগীর সংখ্যা ৫৬। এর মধ্যে জ্বর আছে ২৭ জনের। স্বপন দেবনাথ জানান, বাকি সব পরিকাঠামো ঠিক থাকলেও নার্সিং স্টাফের অভাব আছে এই হাসপাতালে। সেই বিষয়টি সুপারকে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 03, 2023 2:48 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: অ্যাডিনো মোকাবিলায় কালনা হাসপাতালে ১৬ শয্যার অতিরিক্ত শিশু বিভাগ চালু





