Birbhum News: বোলপুরে পাশাপাশি দুই মন্দিরের তালা ভেঙে চুরি

Last Updated:

শুক্রবার সকালের পুজোর জন্য মন্দির খুলতে এসে পুরোহিত দেখেন মন্দিরের দরজা খোলা। তালাগুলি ভাঙা অবস্থায় পাশেই পড়ে আছে।

+
title=

বীরভূম: মন্দিরের তালা ভেঙে প্রনামীর বাক্স লুট করল চোর। একই রাতে বোলপুরের দু'জায়গায় মন্দির থেকে এই চুরির ঘটনা ঘটেছে। তাতালপুর কলোনিতে শিব ও শনি মন্দির পাশাপাশি আছে। এই দুটি মন্দিরে তালা ভেঙেই চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধেতেও সন্ধ্যা আরতির পর দুটি মন্দিরের দরজা তালা দিয়ে বন্ধ করে বাড়ি চলে যান পুরোহিত। শুক্রবার সকালের পুজোর জন্য মন্দির খুলতে এসে পুরোহিত দেখেন মন্দিরের দরজা খোলা। তালাগুলি ভাঙা অবস্থায় পাশেই পড়ে আছে। তিনি তৎক্ষণাৎ আশেপাশের লোকজনকে খবর দেন। খবর দেওয়া হয় বোলপুর থানায়।
advertisement
advertisement
পাশাপাশি দুটি মন্দিরে চুরির খবর শুনে ছুটে আসে পুলিশ। তারা তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। এদিকে স্থানীয়দের থেকে জানা গিয়েছে, ওই মন্দিরে এর আগেও চুরি হয়েছিল। তখন‌ও পুলিশ এসে তদন্ত করেছিল, কিন্তু কিনারা হয়নি। আবারও একই ঘটনা ঘটায় পুলিশের উপর ক্ষোভ উগড়ে দিয়েছে এলাকার মানুষ। কেন পুলিশ এই চুরির কিনারা করতে পারছে না তা নিয়ে প্রশ্ন ওঠে।
advertisement
বারবার একই মন্দিরে চুরির ঘটনা ঘটায় এবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। মন্দিরের প্রধান পুরোহিত নির্মল চক্রবর্তী জানান, প্রণামী বাক্স ভেঙে কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। গ্রামের মানুষের ধারণা, প্রথমে শিব মন্দিরের তালা ভাঙা হয়। সেখানে তেমন কিছু না পেয়ে শনি মন্দিরে হানা দেয় চোর। সেখানকার প্রণামী বাক্স ভেঙে ফেলে। এই বাক্সে সারা বছরের প্রণামীর পাশাপাশি মন্দির কর্তৃপক্ষ তাঁদের সংগঠনেরও বেশ কিছু টাকা জমা রেখেছিলেন বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: বোলপুরে পাশাপাশি দুই মন্দিরের তালা ভেঙে চুরি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement