বীরভূম: মন্দিরের তালা ভেঙে প্রনামীর বাক্স লুট করল চোর। একই রাতে বোলপুরের দু'জায়গায় মন্দির থেকে এই চুরির ঘটনা ঘটেছে। তাতালপুর কলোনিতে শিব ও শনি মন্দির পাশাপাশি আছে। এই দুটি মন্দিরে তালা ভেঙেই চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধেতেও সন্ধ্যা আরতির পর দুটি মন্দিরের দরজা তালা দিয়ে বন্ধ করে বাড়ি চলে যান পুরোহিত। শুক্রবার সকালের পুজোর জন্য মন্দির খুলতে এসে পুরোহিত দেখেন মন্দিরের দরজা খোলা। তালাগুলি ভাঙা অবস্থায় পাশেই পড়ে আছে। তিনি তৎক্ষণাৎ আশেপাশের লোকজনকে খবর দেন। খবর দেওয়া হয় বোলপুর থানায়।
পাশাপাশি দুটি মন্দিরে চুরির খবর শুনে ছুটে আসে পুলিশ। তারা তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। এদিকে স্থানীয়দের থেকে জানা গিয়েছে, ওই মন্দিরে এর আগেও চুরি হয়েছিল। তখনও পুলিশ এসে তদন্ত করেছিল, কিন্তু কিনারা হয়নি। আবারও একই ঘটনা ঘটায় পুলিশের উপর ক্ষোভ উগড়ে দিয়েছে এলাকার মানুষ। কেন পুলিশ এই চুরির কিনারা করতে পারছে না তা নিয়ে প্রশ্ন ওঠে।
বারবার একই মন্দিরে চুরির ঘটনা ঘটায় এবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। মন্দিরের প্রধান পুরোহিত নির্মল চক্রবর্তী জানান, প্রণামী বাক্স ভেঙে কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। গ্রামের মানুষের ধারণা, প্রথমে শিব মন্দিরের তালা ভাঙা হয়। সেখানে তেমন কিছু না পেয়ে শনি মন্দিরে হানা দেয় চোর। সেখানকার প্রণামী বাক্স ভেঙে ফেলে। এই বাক্সে সারা বছরের প্রণামীর পাশাপাশি মন্দির কর্তৃপক্ষ তাঁদের সংগঠনেরও বেশ কিছু টাকা জমা রেখেছিলেন বলে জানা গিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।