TRENDING:

East Bardhaman News- বর্ধমান স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ কচ্ছপ, গ্রেফতার দুই মহিলা

Last Updated:

জিআরপি ও আরপিএফ অভিযানে, বর্ধমান রেল স্টেশন থেকে উদ্ধার হল বিপুল পরিমাণের কচ্ছপ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : জিআরপি ও আরপিএফ অভিযানে বর্ধমান রেল স্টেশন থেকে উদ্ধার হল বিপুল পরিমাণের কচ্ছপ। এই ঘটনায় গ্রেফতার দুই মহিলা। বর্ধমান স্টেশনের পাঁচ নং প্ল্যাটফর্মে, চম্বল এক্সপ্রেস এসে দাঁড়ানোর পর রুটিন চেকিং শুরু করে আরপিএফ। সেই সময় গোয়ালিয়া-হাওড়া চম্বল এক্সপ্রেসের এস কম্পার্টমেন্ট এক থেকে সন্দেহজনকভাবে দুটি ব্যাগ উদ্ধার করে আরপিএফ। আর সেই ব্যাগ থেকে উদ্ধার হয় ৩৯ টি কচ্ছপ (East Bardhaman News)।
advertisement

অন্যদিকে, জিআরপি সূত্রে খবর, জিআরপি স্পেশাল চেকিং চালানোর সময় বর্ধমান স্টেশনের চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মে হাওড়ার দিকে, দু’টি থলি ও কিটব্যাগ নিয়ে থাকা দুই মহিলাকে দেখে সন্দেহ হয়। তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে ৭২টি কচ্ছপ উদ্ধার হয়। কচ্ছপ নিয়ে যাওয়ার অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করে জিআরপি (East Bardhaman News)। ধৃতদের নাম পান্নি ও সিমা। ধৃত দুই মহিলা উত্তরপ্রদেশের পাকড়ি থানা এলাকার সুলতানপুরের বাসিন্দা। কচ্ছপগুলিকে উদ্ধার করে বর্ধমানে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলপুলিশ । এর মধ্যে কিছু কচ্ছপকে ইতিমধ্যেই বন বিভাগের জলাশয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

advertisement

বর্ধমানে ব্যাংক ডাকাতির পর জেলায় বেড়েছে চেকিংয়ের পরিমাণ। স্টেশন তো বটেই, জেলার গুরুত্বপূর্ণ মোড় গুলিতেও রয়েছে অতিরিক্ত পুলিশ আধিকারিকরা (East Bardhaman News)। কোনো রকম সন্দেহভাজন ব্যক্তি দেখলেই জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে চলছে নাকা চেকিং  (Naka Checking)। শহরে যাতে কোনো রকম বেআইনি কাজ না হয়, তার জন্য তৎপর রয়েছে প্রশাসন।

advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি উত্তর ২৪ পরগনার গাইঘাটায় বেআইনিভাবে খোলা বাজারে বিরল প্রজাতির কচ্ছপ বিক্রি করার অভিযোগে হাতেনাতে চারজনকে পাকড়াও করেন বন দফতরের আধিকারিকরা। দীর্ঘদিন ধরে এই অভিযোগ ছিলই বন দফতরের কাছে। খবর মতো তল্লাসি শুরু করে বন দফতরের আধিকারিকরা। অভিযুক্তদের কাছ থেকে ১০০ টির বেশি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News- বর্ধমান স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ কচ্ছপ, গ্রেফতার দুই মহিলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল