এখানকার ইনোভেশন হাবে বিজ্ঞানের নতুন নতুন বিষয়কে ছাত্র ছাত্রীদের সামনে হাতে কলমে তুলে ধরছেন শিক্ষকরা। বর্ধমান শহরের বিভিন্ন স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণির পড়ুয়ারা এই হবি ক্যাম্পে অংশগ্রহণ করে। ৬৮ জন পড়ুয়া এই ক্যাম্পে অংশ নেয় বলে জানা গিয়েছে। মূলত ইনোভেশন এর ছাত্র ছাত্রীদের নিয়েই হয় এই ক্যাম্প। তাদের শেখানোর পাশাপাশি ইনোভেশন হাবে রাখা হয়েছে একটি আইডিয়া বক্স। যেখানে পড়ুয়ারা তাদের নতুন নতুন ভাবনা বা আইডিয়া সম্পর্কে লিখে জমা দেবে। যা মানুষের কাজে লাগবে এরকম নতুন আইডিয়াকে ইনোভেশন হাবে বাস্তবে রূপ দেওয়া হবে।
advertisement
বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের অধিকর্তা নিখিলেশ বিশ্বাস জানিয়েছেন, স্কুলে বাচ্চাদের বলা হয় \"ধরে নাও\", হাতে কলমে পড়ুয়ারা কিছুই করতে পারেনা স্কুলে। সেই জায়গা থেকেই এই ক্যাম্প করা হয়েছে, যাতে পড়ুয়ারা হাতে কলমে সমস্ত কিছু শিখতে পারে। এছাড়াও নিজেদের ভাবনাকে তুলে ধরতে পারবে ছাত্র ছাত্রীরা। নতুন সৃষ্টিশীল কাজের জন্যও ছাত্র ছাত্রীদের পুরস্কৃতও করা হবে।
Malobika Biswas