এদিন এম আই. সি প্রদীপ রহমান বলেন, এই সমস্যা দীর্ঘদিনের। তিনি নিজে এই পরিষ্কারের দায়িত্বে রয়েছেন। ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পামেলা চ্যাটার্জী তাকে দীর্ঘদিন ধরেই বলে আসছেন। তাই এদিন নিজে দাঁড়িয়ে থেকে উদ্যোগ নিয়ে নিকাশি নালা পরিস্কার করার কাজটি করেন। এই নিকাশি নালার ওপরে বড় বড় আগাছাও জমেছে।
আরও পড়ুনঃ Purba Bardhaman: ক্ষীর নদীতেই বাস দেবী য্যোগাদ্যার
advertisement
আরও পড়ুনঃ Purba Bardhaman: নতুন সেতু তৈরিতে উদ্যোগী পূর্ত দফতর, খুশি স্থানীয়রা
তাতে আরো বেশি সমস্যা দেখা দিয়েছে জল দেওয়া তো দূরের কথা নানান রকম প্লাস্টিক থেকে শুরু করে অন্যান্য জিনিস সেখানে পরে আছে। তার জন্যই আরও বেশি সমস্যা হচ্ছে। প্রত্যেক নাগরিকদের কাছে আবেদন জানান তিনি যাতে সাধারণ মানুষ প্লাস্টিক বর্জন করেন এবং নিকাশি নালার উপর বসতি বা দোকানঘর যাতে না করেন।
Malobika Biswas