আরও পড়ুন: পুজোর মুখে আচমকা লোকালয়ে বুনো হাতির পালের হামলা! তারপর যা হল…
কালনা স্টেশন জিআরপির আধিকারিক রফিকুল ইসলাম খবর পেয়েই তাঁর বাহিনীর সদস্যদের নির্দেশ দেন, দ্রুত ওই অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে। সেইমতো তড়িঘড়ি তরুলা খাতুনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা ও সদ্যোজাত সন্তান দু’জনেই সম্পূর্ণ সুস্থ আছেন।
advertisement
গোটা ঘটনায় আপ্লুত ওই দম্পতি। তরুলা খাতুন হাসপাতালের বিছানায় শুয়েই জানান, তিনি ভেবেছিলেন পুলিশরা বোধহয় একটু খারাপ হয়, তাঁরা ভাল ব্যবহার করে না। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিয়ো দেখে তাঁর এই ধারণা তৈরি হয়েছিল বলে স্বীকার করেন। কিন্তু কালনা স্টেশন জিআরপি যেভাবে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাতে তিনি চির কৃতজ্ঞ থাকবেন বলে জানান। এদিকে স্ত্রীর প্রসবের পর কালনা স্টেশনের জিআরপি অফিসে গিয়ে তাঁদের ধন্যবাদ জানিয়ে আসেন শেখ এনামুল হক। তিনি জানিয়েছেন, চান সদ্যোজাত ছেলে বড় হয়ে যেন পুলিশ অফিসার হয়ে অন্যদের দিকেও ঠিক এইভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
বনোয়ারীলাল চৌধুরী






