আরও পড়ুন: কৃষকদের উন্নত প্রযুক্তির ব্যবহার শেখাতে শুরু কৃষি মিত্র প্রকল্প
আখ চাষ করে কেন ক্ষতি হয়েছে সেই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে এক কৃষক বলেন, বর্ষায় বৃষ্টি এই বছর প্রচন্ড কম হয়েছে। ফলে আখের উৎপাদন বেশি হয়েছে। তাতে বাজারে যোগান বেড়ে গিয়ে আগের দাম কমে গিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে আখ চাষের খরচটুকু পর্যন্ত উঠছে না।
advertisement
পূর্বস্থলীর নসরৎপুর গোয়ালপাড়া সংলগ্ন দুটি আখের আড়ৎ আছে। পূর্বস্থলীর বেশিরভাগ আখ চাষি এখানেই তাঁদের আখ নিয়ে আসেন। দূর দূরান্ত থেকে বহু ক্রেতা এসে এখন থেকে আখ কিনে নিয়ে যান। নসরৎপুরের এই গোয়ালপাড়া আখের আড়ৎ থেকে আখ পাড়ি দেয় কলকাতা, বিহারের মত আরও বিভিন্ন জায়গায়। কিন্তু এই বছর বাজার খুব খারাপ বলে জানিয়েছেন সেখানকার আড়তদাররা। গত বছর যেখানে ১০ থেকে ১১ টাকা পিসে আখ বিক্রি হয়েছে এই বছর সেখানে চার-পাঁচ টাকা প্রতি পিস এমনি তিন টাকা পিস হিসেবেও বিক্রি হচ্ছে। অথচ আখ চাষ করতে গিয়ে এক এক জন কৃষকের ৪০-৫০ হাজার টাকা খরচ হয়েছে কিন্তু যা পরিস্থিতি তাতে ওই টাকার অর্ধেকটাও উঠবে কিনা সংশয়ে আছেন কৃষকরা। এই পরিস্থিতিতে কৃষকরা চাইছেন তাঁদের পাশে এসে দাঁড়াক সরকার। কারণ সরকারের সাহায্য না পেলে কীভাবে এই বিপুল লোকসান সামলে উঠবেন তা বুঝতে পারছেন না কৃষকরা।
বনোয়ারীলাল চৌধুরী