South 24 Parganas News: কৃষকদের উন্নত প্রযুক্তির ব্যবহার শেখাতে শুরু কৃষি মিত্র প্রকল্প
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
উন্নত প্রযুক্তি ব্যবহার করে কীভাবে চাষ করা যায় তা শেখানো হচ্ছে কৃষকদের
দক্ষিণ ২৪ পরগনা: কৃষকদের উন্নত প্রযুক্তির ব্যবহার শেখাতে শুরু হল কৃষি মিত্র প্রকল্প। রামকৃষ্ণ মিশনের ১২৫ তম বার্ষিকী উপলক্ষে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে বিবেকানন্দ কৃষি মিত্র প্রকল্পের আয়োজন করা হয়েছে। এই প্রকল্পের অধীনে দক্ষিণবঙ্গের চারটি কৃষিবিজ্ঞান কেন্দ্র ‘কৃষি প্রযুক্তি সচেতনতা কর্মসূচি’ গ্রহণ করেছে। নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্র এইরকম ১৫ টি সচেতনতা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। যার শুরু হল ১৫ সেপ্টেম্বর, কুলতলি ব্লকের কৈখালী গ্রাম থেকে।
এই অনুষ্ঠানের সূচনা করেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী অশেষানন্দজি মহারাজ। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের তৈলবীজ গবেষণা কেন্দ্রের নির্দেশক রবি কুমার মাথু। হাজির ছিলেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান চন্দন কুমার মণ্ডল সহ কৃষি-বিজ্ঞান কেন্দ্রের অন্যান্য বিজ্ঞানীগণ।
advertisement
advertisement
১০০ জন কৃষকের উপস্থিতিতে বর্তমান উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার ও সুন্দরবনে তার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিভিন্ন প্রান্তিক কৃষকদের সাফল্যের কাহিনী ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়। অনুষ্ঠান শেষে প্রত্যেক কৃষককে একটি করে ন্যানো ইউরিয়া প্রদান করা হয় যা আধুনিক উপায়ে সার ব্যবস্থাপনার একটি অন্যতম উপায়। সবশেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিশেষজ্ঞ শ্রী প্রশান্ত চ্যাটার্জী।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 16, 2023 11:48 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কৃষকদের উন্নত প্রযুক্তির ব্যবহার শেখাতে শুরু কৃষি মিত্র প্রকল্প