#পূর্ব বর্ধমান- উৎপাদিত ধান বিক্রি না হওয়ায় পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কৃষকরা। গলসী এক নং ব্লকের লোয়া রামগোপালপুর পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন এলাকার চাষিরা। পঞ্চায়েতের প্রধান ও অফিস কর্মীরা অফিসে আসতেই তাদের পথ আটকে দেন চাষিরা। কর্মীদের গেট আটকে রেখে বিক্ষোভ দেখান তাঁরা।