বার বার বলার পরও সেই জল নিকাশীর কোন ব্যবস্থা করেনি গেইল কর্তৃপক্ষ। এর পর এদিন কাজ শুরু হতেই এলাকার চাষিরা এসে আন্দোলন শুরু করে। আন্দোলনের জেরে কাজ বন্ধ করে, মাঠ থেকে উঠে পরে পাইপ লাইনের কাজে কর্মরত শ্রমিকরা। কার্যত জমিতে এক হাঁটু জল জমে থাকতে দেখা যায় এদিন।
আরও পড়ুনঃ সাত দেউল ঘুরেছেন? ছুটির দিনে ঘুরে আসতে পারেন প্রাচীন এই তীর্থক্ষেত্রে
advertisement
জমিতেই রাখা হয়েছে পাইপগুলি। দীর্ঘদিন ধরেই এই কাজ চলছে বলে জানায় চাষীরা। বারংবার বলার পরও কাজ বন্ধ না করায় এদিন বিক্ষোভ দেখায় স্থানীয়রাl যায় ফলে বন্ধ হয়ে যায় পাইপ লাইনের কাজ। বড়মুড়িয়ার চাষীরা বলেন, একেতো মিলের নোংড়া আবর্জনায় অতিষ্ট আমরা সকলেই।
আরও পড়ুনঃ জমিতে নয়! বেহাল রাস্তায় ধান রোপণ করলেন গ্রামবাসীরা!
তার উপর আবার এখন এই পাইপ লাইনের কাজ শুরু হয়েছে। যার ফলে জমিতে এক হাঁটু জল জমে আছে। দুবার ধান রোপণ করা হয়েছে। ধান নষ্ট হয়ে গেছে। তবে এবার ফের ধান রোপণ করার মত আর ক্ষমতা বা টাকা নেই।
Malobika Biswas