আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য অবরোধ হতে চলেছে পুরুলিয়ায়, জানুন কবে থেকে
আজও পূর্ব বর্ধমানের এই স্কুলে রবিবার স্বাভাবিক পঠনপাঠন হয়। জামালপুরের এই হাই স্কুলের প্রথা শুধু নয়, ইংরেজদের বিরোধিতায় তার নাম উজ্জ্বল। গোপালপুর মুক্তকেশী উচ্চ বিদ্যালয়কে নিয়ে গর্বিত এলাকার মানুষ। এই স্কুলটি প্রতিষ্ঠা হয়েছিল ১৯২২ সালের ৫ জানুয়ারি। স্থানীয়রাই গড়ে তুলেছিলেন এই স্কুল। চরম অর্থাভাব থাকা সত্ত্বেও ইংরেজদের সহায়তা নেওয়া হয়নি। এই এলাকার মানুষের মধ্যে দেশভক্তির পরিমাণ এতই প্রবল ছিল যে তাঁরা কোনও কিছুতেই ইংরেজদের সাহায্য নিতেন না।
advertisement
স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে গোপালপুর মুক্তকেশী উচ্চ বিদ্যালয়ের নাম জড়িয়ে আছে।৯৮ বছর অতিক্রম করেও এই স্কুলে এখনও রবিবার স্কুল খোলা থাকে। রাজ্যে আর কোনও স্কুলে এমন নজির নেই। বর্তমান শিক্ষকরাও সানন্দে এখানে রবিবার স্কুলে আসেন। পড়ুয়ারাও আসে। তাদের মনে এই নিয়ে কোনও আক্ষেপ নেই। সারা বর্ধমানের গর্ব এই স্কুল।