হোটেলের কর্ণধার গোপাল চৌধুরী জানান " আমি নিজে একজন রাঁধুনি, তাই প্রথম থেকেই চাই ভাল খাওয়াতে । কোনও চাইনিজ আইটেম না, আমার কাছে পাবেন বাঙালিয়ানার খাবার । মাছ, মাংস থেকে শুরু করে পোস্তর বড়া সবই পাবেন।"
আরও পড়ুন : বিস্ময়কর! গত ৬০ বছরে একবারও এই কাজটি করেননি এই বৃদ্ধ! তার পরও দিব্যি সুস্থ, সবল
advertisement
এই হোটেলেরই দীর্ঘদিনের কর্মচারী পাপ্পু। তিনি জানান " খাবার নিয়ে যাওয়ার জন্যেও রয়েছে প্যাকিং করার সুব্যবস্থা ।" এ ছাড়াও দোকানের কাস্টমাররা এই হোটেলের খাবার সম্পর্কে বলেন " বেশ ভাল , ঘরোয়া খাবার, আশেপাশে অন্যান্য হোটেল থাকা সত্বেও ভাল খাবার পরিবেশন করার জন্যই খাওয়া এই হোটেলে।" বর্ধমান শহরের বুকে গত কুড়ি বছর ধরে অল্প দামে ভালো খাবার পরিবেশন করেই জনসমক্ষে ইতিমধ্যেই এক আলাদা নাম অর্জন করেছে এই নিউ গোপাল হোটেল।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 13, 2023 1:26 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: পাঁচ থেকে ছয় রকমের পদ দিয়ে সাজানো থালি মাত্র ৪৫ টাকা! জানুন কোথায়





