এদিন সেই নামের তালিকা প্রকাশ করল গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম সভায় উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মল্লিকা ধারা, উপপ্রধান মনোয়ার ইসলাম সহ গ্রাম পঞ্চায়েতের সমস্ত আধিকারিকরা। গ্রামের মানুষদের সুবিধার্থে এদিন বিশেষ গ্রাম সভার আয়োজন করা হয়। বিডিও অফিসারের নেতৃত্বে এই সভার আয়োজন করা হয়।
আরও পড়ুন: কাদের খান-অরুণা ইরানির হাতে চড় খেয়েছিলেন শক্তি কাপুর, ভেবেছিলেন অভিনয় ছাড়বেন!
advertisement
আবাস যোজনার তালিকা প্রথমে কর্মীরা খতিয়ে দেখেছে, প্রশাসনিক আধিকারিকরা আবাস যোজনার তালিকা দেখেছে। নতুন করে সার্ভে হওয়ার পর প্রায় ৩০০ জনের মত নাম বাদ পরে। তবে এখন হাজার জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের প্রধান মল্লিকা ধারার জানান, গ্রাম সভায় আবাস যোজনার তালিকা নাম প্রকাশ হল বি.ডি.ও.র নির্দেশে এখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: খেতের ধারে পড়ে শীতের পোশাক, সামনে যেতেই চমকে উঠলেন বাসিন্দারা! রায়গঞ্জে রক্তাক্ত রহস্য
পাশাপাশি সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভায় গ্রামবাসীরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন পঞ্চায়েতের সদস্যদের কাছে। যারা ভীষণ অভাবে মধ্যে আছেন যাদের ঘর প্রয়োজন তারা নিজেদের ঘরের জন্য অনুরোধ করেন।
মালবিকা বিশ্বাস