ট্রেনে গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়েছিলেন এই পূর্ব বর্ধমান জেলার নিত্যানন্দপুরের মিলন কুমার। তিনি বর্ধমান কাটোয়া লোকালে গান ফেরি করতে করতেই কেউ তাঁর ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। এরপর সেই ভিডিও ঝড়ের বেগে ছড়িয়ে পরে সকলের মধ্যে। ব্যাস এরপর থেকেই রাতারাতি সেলিব্রিটি হয়ে যান মিলন কুমার। বীরভূমের 'কাঁচা বাদাম' বিক্রেতা ভুবন বাদ্যকরের পর সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন মিলন কুমার। ভুবন বাদ্যকরের মতোই অত্যন্ত দুঃস্থ দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন এই মিলন কুমার।
advertisement
আরও পড়ুন: লিথিয়াম আয়নের বিকল্প সোডিয়াম আয়ন ব্যাটারি, তৈরি নিয়ে গবেষণা চালাচ্ছে IIT খড়্গপুর
মিলন কুমার ডাফলি বাজিয়ে বর্ধমান কাটোয়া লোকালে গান গাইতেন প্রথমে। পরে তিনি একটি মেশিন কিনে ট্রেনে হিন্দি, বাংলা গান গাইতে শুরু করেন। তার অসাধারণ গানের গলায় মুগ্ধ হয়ে ট্রেনের যাত্রীরা তাকে যা সাহায্য করেন তা দিয়েই তার সংসার চলে। তবে এখন মিলন কুমার যেভাবে ভাইরাল হয়েছেন, তাতে নানা দিক থেকে গান গাওয়ার ডাক আসছে তাঁর। ফলে আপাতত কিছুটা হলেও হাল ফিরেছে মিলন কুমারের সংসারে।এ ভাবে নানা জায়গা থেকে ডাক আসায় খুশি মিলনের অসুস্থ বাবা ও বৃদ্ধা মা। খুশি বাড়ির অন্যান্য সদস্যরা।
Malobika Biswas






