তিনি যে টিকিটটি কেটেছিলেন সেই টিকিটেই পড়েছে প্রথম পুরষ্কারের ১ কোটি টাকা। টিকিট নাম্বার ৪৯L১১৭১৩। পূজোর মুখেই লটারিতে ১ কোটি টাকার পুরষ্কার জিতে আনন্দে আত্মহারা পেশায় শ্রমিক প্রসেনজিৎ ও তার পরিবারের সদস্যরা। বাসুদা গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডলরা দুই ভাই । দু’জনেই বিবাহিত। বৃদ্ধ বাবা-মাকে নিয়ে তাঁদের যৌথ পরিবার। কোনো মতে দিন মজুরির কাজ করে চলে সংসার। বাবা অজয় মণ্ডলও মজদূর, মা শুভাদেবী পরিচারিকার কাজের পাশাপাশি মজুরির কাজ করেন। দাদাও পেশায় মজদূর এবং প্রসেনজিৎ বাড়ি নির্মাণের শ্রমিকের কাজ করেন। প্রতি দিন লটারির টিকিট না কাটলেও, মাঝে মধ্যে ভাগ্য পরীক্ষা করতো প্রসেনজিৎ। সেই মত এদিনও লটারির টিকিট কাটে প্রসেনজিৎ। যদিও এত দিন যে কটা টিকিট কেটেছে প্রসেনজিৎ তাতে কোনও পুরস্কারই পায় নি সে।
advertisement
আরও পড়ুন: উলুবেড়িয়ার পুজোয় এবার নারীশক্তির বন্দনা, সেজে উঠছে মণ্ডপ
আরও পড়ুন: বাড়ির ইট-কাঠ-দালানে শুধুই বনেদিয়ানা, জয় জয় মা রূপে লাহাবাড়িতে পূজিত দুর্গা
তবে এবার প্রসেনজিৎ করে দিল বাজিমাত। সকালে টিকিট কাটার পর এদিন দুপুরে টিকিট মেলাতেই দেখেন তার টিকিটে এক কোটি টাকা পড়েছে। প্রথমে বিশ্বাস না হলেও টিকিট বিক্রেতাকে জিজ্ঞাস করতে সেও একই কথা বলেন প্রসেনজিৎকে। এই টাকা দিয়েই জমি কিনে বাড়ি বানাবে প্রসেনজিৎ। এছাড়াও পরিবারের অভাব দুর হবে বলেও মনে করছেন প্রসেনজিৎ এর মা। সব মিলিয়ে এই এক কোটি পুরষ্কার পেয়ে খুশি প্রসেনজিৎ ও তাঁর পরিবার।
এ বিষয়ে, লটারি বিক্রেতা সীমান্ত মন্ডল জানান, এক কোটি টাকা পুরস্কারের খবর চাউর হতেই টিকিটের বিক্রি হটাৎ করে বেড়ে গেছে। আর যে এক কোটি টাকার পুরস্কার পেয়েছেন তিনি খুবই গরীব। হটাৎ করে তার ভাগ্য বদলে যাবে সেটা সে কখনোই ভাবতে পারে নি।
মালবিকা বিশ্বাস