TRENDING:

East Burdwan News: পুজোর সূচনা করেছিলেন স্কুলের হেড ক্লার্ক! কিন্তু মায়ের মন্দিরেই ভয়াবহ পরিণতি..সেই পুজো হয় এখনও

Last Updated:

কিন্তু আজ ওই হেড ক্লার্ক বেঁচে না থাকলেও সেই পূজো আজও হয়ে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে আরও নতুন রূপে সেজে উঠেছে ভালুগ্রামের তারা মায়ের পুজো

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান, মঙ্গলকোট: আজ থেকে ১৫ বছর আগের কথা৷ স্কুলের হেড ক্লার্ক মঙ্গলকোটের ভালুগ্রামে শুরু করেছিলেন তারা মায়ের পূজো। কিন্তু আজ সেই হেড ক্লার্ক পরলোকে গমন করলেও নিয়ম, ঐতিহ্য মেনে এখনও হয়ে চলেছে সেই পূজো। এমনকি, সময়ের সঙ্গে সঙ্গে আরও নতুন রূপে সেজে উঠেছে ভালুগ্রামের তারা মায়ের পুজো।
advertisement

গ্রামবাসীরা জানালেন, এই গ্রামে তাপস মণ্ডল নামে এক ব্যক্তি থাকতেন৷ যিনি ছিলেন মঙ্গলকোটের মাথরুন স্কুলের হেড ক্লার্ক। স্থানীয়দের মতানুযায়ী, তাপস মণ্ডল প্রথম থেকেই ঠাকুর ভক্ত ছিলেন। হঠাৎ, একদিন ভালুগ্রামের এই তাপস মণ্ডলের সঙ্গে লাখুরিয়া গ্রামের এক তান্ত্রিকের দেখা হয় এবং তিনিই তাপস মণ্ডলকে নির্দেশ দেন এই গ্রামে তারা মায়ের প্রতিষ্ঠা করতে।

advertisement

আরও পড়ুন: কন্যা রাশিতে সূর্যের গোচর, ভয়ঙ্কর খারাপ সময় আসতে চলেছে এই ৪ রাশির! এখন থেকে সতর্ক না হলে চরম বিপদ

সেইমতো, তাপস মণ্ডল নিজ উদ্যোগে মা তারার মূর্তি বানিয়ে নিয়ে এসে এই গ্রামে প্রতিষ্ঠা করেন ও পুজো অর্চনা শুরু করেন। তারপর থেকে এই গ্রামে শুরু হয় তারা মায়ের পুজো। তবে, পরবর্তীকালে আনুমানিক ১২ থেকে ১৩ বছর আগে পারিবারিক অশান্তির জেরে, ভালুগ্রামের এই তারা মায়ের মন্দিরের ঘরের মধ্যেই বিষ খেয়ে আত্মহত্যা করেন মাথরুন স্কুলের সেই হেড ক্লার্ক।

advertisement

View More

যে ব্যক্তির হাতে মন্দির প্রতিষ্ঠা, তাঁর এই কর্মকাণ্ডে কিছুটা ভয় পেয়েছিলেন গ্রামবাসী৷ তখন কয়েক মাস বন্ধ ছিল এই মন্দির। কিন্তু পরবর্তীকালে তাঁরাই উদ্যোগ নিয়ে এই পুজো পুনরায় শুরু করেন। সেই থেকে আজও কৌশিকী অমাবস্যার দিনে, এই গ্রামে জাঁকজমকের সঙ্গে পালিত হয় তারা মায়ের পূজো।

আরও পড়ুন: পিয়ানো বাজালেন মমতা! বাণিজ্য বৈঠকের মাঝেই স্পেনে এবার রবীন্দ্র সঙ্গীতের সুর, রইল সেই ভিডিও

advertisement

এই প্রসঙ্গে এক গ্রামবাসী জানান, ‘‘পুজোটা কিছু দিনের জন্য বন্ধ ছিল তখন। কিন্তু পরবর্তীতে গ্রামবাসীরা সকলে মিলে আলোচনা করে এই পুজো পুনরায় শুরু করেছে। আজও পুজো অর্চনা চলছে। উনি খুব জাগ্রত তারা মা।’’ কৌশিকী অমাবস্যাতেও প্রতিবছর অনুষ্ঠানের আয়োজন করে গ্রামবাসী। দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয় এখানে।

advertisement

প্রতিবছর কৌশিকী অমাবস্যার দিনে ভালুগ্রামে তারা মায়ের পূজো উপলক্ষে আশপাশের গ্রাম থেকে বহু ভক্তরা আসেন। মঙ্গলকোটের স্বনামধন্য মোট চারজন পুরোহিত মিলে মায়ের পূজো করেন। রাত অবধি চলে মায়ের পূজো। এই পুজো উপলক্ষে গ্রামবাসীরা প্রতিবছরের ন্যায় এবারেও জনসাধারণের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করেছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: পুজোর সূচনা করেছিলেন স্কুলের হেড ক্লার্ক! কিন্তু মায়ের মন্দিরেই ভয়াবহ পরিণতি..সেই পুজো হয় এখনও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল