তাঁদের অভিযোগ, প্যাসেঞ্জার নামাতে গিয়ে একটু এধার-ওধার হলেই ফাইন করছে আরপিএফ, করা হচ্ছে লাঠিচার্জ । এমত অবস্থায় টোটো চালকদের উপর আরপিএফদের জুলুমবাজিতে চাঞ্চল্য ছড়ায় বর্ধমান স্টেশনে। বর্ধমান রেলওয়ে স্টেশন চত্তরে টোটো চালকদের ওপর আরপিএফ জুলুমবাজির অভিযোগে বিক্ষোভ দেখায় টোটো চালকরা। টোটো চালকদের অভিযোগ প্যাসেঞ্জার নামাতে গেলেই ১৪০০ টাকা করে ফাইন করছে আরপিএফ, এমন কি ফাইন নিয়ে দেওয়া হচ্ছে না কোনও বিল।
advertisement
এছাড়াও টোটো চালকরা জানাচ্ছেন তাদের ওপর লাঠিচার্জ করা হচ্ছে বিনা কারণে। এমত অবস্থায় আরপিএফ দেখলেই টোটো চালকরা পালাতে গিয়ে দুর্ঘটনা এর সম্মুখীন হচ্ছেন। তাঁদের দাবি সারাদিন খেটে ৫০০ টাকা রোজগার নেই, আমরা ১৪০০ টাকা ফাইন কীভাবে দেব। অবশেষে সমস্ত ঘটনা শ্রমিক ইউনিয়নের লিডার ইফতিকার আহমেদকে জানানোর পরে বর্ধমান ষ্টেশন চত্তরে জমায়েত হয় টোটো ইউনিয়নের সদস্যরা।
টোটো ইউনিয়নের পক্ষ থেকে কিছুক্ষণ বিক্ষোভ দেখানো হয় এবং তাঁদের দাবি এই জুলুমবাজি কোনরকম মানা যাবে না এবং কোন রকম টাকা ফাইন দেওয়া যাবে না।
আরও পড়ুন, নিয়োগ কেলেঙ্কারিতে নাম? 'গলা আমার নয়..' ভাইরাল অডিও ক্লিপ নিয়ে সাফাই বিধায়কের!
আরও পড়ুন, বড় খবর! বাড়ানো হল প্যান-আধার কার্ডের লিঙ্ক করার সময়সীমা, জানুন বিশদে
শ্রমিক ইউনিয়ন নেতা ইফতেখার আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে এই সমস্যা বর্ধমান রেলস্টেশন চত্বরে চলছে বলে জানতে পেরেছি। যারা স্থায়ী স্টাফ আছেন তারা সেরকম কিছু করেনা, কিন্তু নতুন যে আরপিএফরা আসছেন, তাঁরাই এরকম করছেন। আরও জানান যে পার্কিং এ গাড়ি লাগানো থাকলেও হঠাৎ এসে তারা টোটো চালকদের উপর লাঠিচার্জ শুরু করছেন। এমত অবস্থায় নাজেহাল হয়ে পড়েছেন টোটো চালকরা।
Bonoarilal Chowdhury