কিন্তু কে এই ভোলা? লালবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় মানে তবে কি সে কেউকেটা? ভোলা কেউকেটা কেউ নয়, সে একজন সামান্য গাড়ি চালক। কিন্তু পেটে মদ পড়লেই সে নাকি গাড়ি নিয়ে নানান দিকে দাপিয়ে বেড়ায় বলে এলাকার মানুষের দাবি। সম্ভবত সম্প্রতি কোনও সরকারি দফতরের আধিকারিকের গাড়ি চালাচ্ছিল ভোলা। সেই গাড়ি নিয়েই কালনার শ্যামগঞ্জপাড়ার ওই দম্পতির বাড়িতে হানা দেয়।
advertisement
আরও পড়ুন: অভিযুক্ত ছেলের হয়ে আদালতে প্রক্সি হাজিরা! স্নেহ বিগলিত বাবাকে গ্রেফতারের নির্দেশ বিচারকের
জানা গিয়েছে, অভিযুক্ত ভোলা এক সময় ওই দম্পতিদের গাড়ি চালাত। তবে অনেকদিন হল তাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার রাতের অন্ধকারে লালবাতি লাগানো গাড়ি নিয়ে এসে ওই দম্পতির বাড়িতে হাজির হয়। ওই দম্পতির অভিযোগ, প্রথমে এসে বাড়ির গৃহকর্তার কাছে ভোলা টাকা চায়। তাঁরা টাকা দিতে অস্বীকার করলে বাড়ির গৃহকর্তাকে মারতে থাকে। তাঁর স্ত্রী বেরিয়ে এসে বাধা দিলে তাঁকেও মারধর করে। এমনকি শ্লীলতাহানি করে বলেও অভিযোগ।
এরপরই ওই দম্পতি কালনা থানায় ভোলার নামে এফআইআর দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে আদালতে তুললে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
নবকুমার রায়