আরও পড়ুন: চাঁদা তোলা থেকে বাজার করা, দুর্গাপুজোর এ টু জেড সামলান মহিলারা
তাঁর এমন ভূমিকা প্রসঙ্গে পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি জানান, পূর্বস্থলী-১, ২ ও কাটোয়া-১, ২ এবং আমাদের কালনা-১, ২ এই ব্লকগুলিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তাই সবাইকে সতর্ক ও সচেতন করতে তিনি রাস্তায় নেমেছেন। নিজের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে জেলাশাসক বলেন, বাজারে প্রত্যেকে নোংরা আবর্জনা জমিয়ে রেখে দিয়েছে নজরে পড়ল। সেটা দেখে দ্রুত দোকানদারদের নোংরা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়।
advertisement
এদিন জেলাশাসক বেশ কিছু ডেঙ্গি আক্রান্তের বাড়িতে যান। পূর্বস্থলীস-২ ব্লকের পারুলিয়া, পারুলিয়া বাজার এবং সৎসংলগ্ন এলাকায় থাকা ডেঙ্গি আক্রান্তদের বাড়িতে হঠাৎই হাজির হয়ে যান জেলাশাসক। পাশাপাশি পারুলিয়া বাজার এলাকায় থাকা দোকানদারদের যত্রতত্র ময়লা এবং প্লাস্টিক ফেলে রাখার জন্য ধমকও দেন।
বনোয়ারীলাল চৌধুরী