West Medinipur News: চাঁদা তোলা থেকে বাজার করা, দুর্গাপুজোর এ টু জেড সামলান মহিলারা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
চাঁদা তোলা থেকে বাজার করা, প্রতিমার বরাত দেওয়া, মণ্ডপ কেমন হবে তা ঠিক করা সবকিছুই করেন মহিলারা। পশ্চিম মেদিনীপুরের বেলায় দুর্গাপুজোর বড় চমক
পশ্চিম মেদিনীপুর: দুর্গাপুজোর এ এক অন্যরকম ছবি। সংসার সামলে এখানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর জন্য চাঁদা তোলা থেকে বাজার করা, পুরোহিত ঠিক করা মণ্ডপ কেমন হবে তা আলোচনা করে ডেকরেটার্সকে বুঝিয়ে দেওয়া সমস্ত কাজই করে আসছেন মহিলারা। গত ১৪ বছর ধরে বেলদার ছোটমাতকতপুর মহিলা সমিতি পুজো কমিটি এই ভাবেই দুর্গাপুজো করছে। এখানে ষষ্ঠী থেকে দশমী পুজোর সমস্ত আয়োজন সামলান বধূ থেকে বাড়ির মেয়েরাই।
পুজোর আয়োজন থেকে প্রতিমা নিরঞ্জন সংসার সামলে পশ্চিম মেদিনীপুরের এই পুজো কমিটির মহিলারাই সব কিছু করেন। নিজেদের জমানো অর্থ, সাধারণ মানুষের সাহায্য নিয়ে প্রতিবছর নিষ্ঠাভরে দেবী মহামায়ার আরাধনায় মেতে ওঠেন তাঁরা। অর্থ সংগ্রহ থেকে পুজোর বাজার করা, অনুষ্ঠানের আয়োজন সবই করেন মহিলারা। এই পুজো কমিটির সদস্য প্রতিভা জানা, নিবেদিতা জানা, রিতা দাস-রা বলেন, এই দুর্গাপুজোর সমস্ত কিছু ঠিক করা থেকে কাজ করা সব আমরা মেয়েরাই করি। ঘরের কাজ সামলেই এলাকাবাসীকে আনন্দ দেওয়ার আয়োজন করা হয়।
advertisement
advertisement
সাধারণত দুর্গাপুজোর সময় দেখা যায়, সংসার সামলানোর পর বাড়ির মহিলারা পুজোর সময় বাইরে ঘুরতে বের হন। তাঁরা বিশেষ একটা পুজো আয়োজনের ঝুট ঝামেলার মধ্যে ঢোকেন না। কিন্তু বেলদার এই পুজো কমিটির কাজকর্ম সবটাই অন্যরকম। তাঁরা দায়িত্ব নিয়ে পুজো আয়োজন করে আনন্দ পান। সংসারের নিত্য দিনের কাজের পাশাপাশি পুজোর সময় মণ্ডপে হাজির হয়ে সকলের সঙ্গে আনন্দে মেতে ওঠেন।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
September 29, 2023 12:39 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: চাঁদা তোলা থেকে বাজার করা, দুর্গাপুজোর এ টু জেড সামলান মহিলারা