TRENDING:

East Burdwan News: লকডাউনে খারাপ অবস্থা হলেও থেমে থাকেনি,আজ রিক্তার তৈরি নাড়ুর চাহিদা তুঙ্গে 

Last Updated:

পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। সংসারে নেমে আসে অভাব অনটন। অভাব অনটনের মধ্যেও হার মানতে নারাজ ছিল রিক্তা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান, দাঁইহাট: করোনার সময়,লকডাউনে চাকরি চলে যায় বাবার । পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। সংসারে নেমে আসে অভাব অনটন। বাবাকে সঙ্গে নিয়ে রিক্তা শুরু করে ব্যবসা। বিক্রি করে নারকেল নাড়ু। আজ ব্যবসা শুধুমাত্র নারকেল নাড়ুর মধ্যে সীমাবদ্ধ নেই , রয়েছে আরও অনেক কিছুই। দুর্গা পুজোর পর এবার লক্ষী পুজোতে রিক্তার তৈরি নাড়ু ছেয়ে ফেলল বাজার।
advertisement

পুজো শেষে নারকেল নাড়ু যেন বাঙালিদের কাছে নস্টালজিয়া। এখনও গ্রাম বাঙালায় অনেকেই বাড়িতে নাড়ু তৈরি করেন । কিন্তু আধুনিকতার যুগে ধীরে ধীরে চল কমছে নাড়ুর। এখন সব কিছুই মানুষ রেডিমেড চাইছে। সেই চাহিদাই লক্ষী লাভের দিশা দিয়েছে পূর্ব বর্ধমানের রিক্তা দাসকে । রিক্তা দাসের দাঁইহাটের নাড়ু প্রথম দিকে এলাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এখন তার তৈরি নাড়ু পাড়ি দিচ্ছে দিল্লি থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত। এছাড়া বিদেশ থেকেও নাড়ুর বরাত আসতে শুরু করেছে রিক্তার কাছে।

advertisement

আরও পড়ুন: এ যেন ‘অভিশপ্ত’ গ্রাম! ফাঁকা পড়ে আছে ঘরবাড়ি, কেন কেউ থাকে না এখানে?

সব কাজ একা হাতে করা সম্ভব হয়না। প্রথম থেকেই নাড়ু তৈরিতে রিক্তাকে সাহায্য করে আসছেন তার মা রত্না দেবী। এই বিষয়ে রিক্তা দাসের মা বলেন, ও যে এই কাজ করছে আমার খুব ভালো লাগছে। মেয়ের এই উদ্যমকে কুর্নিশ জানান তিনিও। চার থেকে পাঁচ রকমের নাড়ুর আইটেম পাওয়া যায় রিক্তার কাছে । যার মধ্যে আবার রয়েছে চিনির নারকেল নাড়ু, গুড়ের নারকেল নাড়ু । এছাড়াও রয়েছে চিড়ের নাড়ু, সিড়ির নাড়ু , মুড়ির নাড়ু, তিলের নাড়ুও ।

advertisement

আরও পড়ুন: মালা গেঁথে পুলিশ হ‌ওয়ার স্বপ্ন পূরণের লড়াই দুই বোনের

রিক্তা এখনও পড়াশোনা করে । পড়াশোনার পাশাপাশি সে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। রিক্তা জানিয়েছে ভবিষ্যতে সে তার এই ব্যবসা চালিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে। সবমিলিয়ে বর্তমানে রিক্তা দাসের তৈরি নাড়ুর ব্যাপক চাহিদা। চাইলে যে কেউ এই নাড়ু অর্ডার দিতে পারেন । অর্ডার দিতে গেলে যোগাযোগ করতে হবে 8918738387 এই নম্বরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: লকডাউনে খারাপ অবস্থা হলেও থেমে থাকেনি,আজ রিক্তার তৈরি নাড়ুর চাহিদা তুঙ্গে 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল