পুজো শেষে নারকেল নাড়ু যেন বাঙালিদের কাছে নস্টালজিয়া। এখনও গ্রাম বাঙালায় অনেকেই বাড়িতে নাড়ু তৈরি করেন । কিন্তু আধুনিকতার যুগে ধীরে ধীরে চল কমছে নাড়ুর। এখন সব কিছুই মানুষ রেডিমেড চাইছে। সেই চাহিদাই লক্ষী লাভের দিশা দিয়েছে পূর্ব বর্ধমানের রিক্তা দাসকে । রিক্তা দাসের দাঁইহাটের নাড়ু প্রথম দিকে এলাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এখন তার তৈরি নাড়ু পাড়ি দিচ্ছে দিল্লি থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত। এছাড়া বিদেশ থেকেও নাড়ুর বরাত আসতে শুরু করেছে রিক্তার কাছে।
advertisement
আরও পড়ুন: এ যেন ‘অভিশপ্ত’ গ্রাম! ফাঁকা পড়ে আছে ঘরবাড়ি, কেন কেউ থাকে না এখানে?
সব কাজ একা হাতে করা সম্ভব হয়না। প্রথম থেকেই নাড়ু তৈরিতে রিক্তাকে সাহায্য করে আসছেন তার মা রত্না দেবী। এই বিষয়ে রিক্তা দাসের মা বলেন, ও যে এই কাজ করছে আমার খুব ভালো লাগছে। মেয়ের এই উদ্যমকে কুর্নিশ জানান তিনিও। চার থেকে পাঁচ রকমের নাড়ুর আইটেম পাওয়া যায় রিক্তার কাছে । যার মধ্যে আবার রয়েছে চিনির নারকেল নাড়ু, গুড়ের নারকেল নাড়ু । এছাড়াও রয়েছে চিড়ের নাড়ু, সিড়ির নাড়ু , মুড়ির নাড়ু, তিলের নাড়ুও ।
আরও পড়ুন: মালা গেঁথে পুলিশ হওয়ার স্বপ্ন পূরণের লড়াই দুই বোনের
রিক্তা এখনও পড়াশোনা করে । পড়াশোনার পাশাপাশি সে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। রিক্তা জানিয়েছে ভবিষ্যতে সে তার এই ব্যবসা চালিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে। সবমিলিয়ে বর্তমানে রিক্তা দাসের তৈরি নাড়ুর ব্যাপক চাহিদা। চাইলে যে কেউ এই নাড়ু অর্ডার দিতে পারেন । অর্ডার দিতে গেলে যোগাযোগ করতে হবে 8918738387 এই নম্বরে।
বনোয়ারীলাল চৌধুরী